০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

অপেক্ষা – সুলেখা আক্তার শান্তা

বাসন্তী রঙের শাড়ি পড়ে।
চুল দিলাম ছেড়ে আমি।
ভেবেছিলাম ফুল নিয়ে আসবে তুমি
চুলে দিবো ফুল আমি।
অপেক্ষা প্রহরে প্রহরে।
দিন যে আমার যায় চলে।
সবাই বলে শাড়িতে তোমায় লাগছে ভারি।
আমি বলি মনের মানুষ সোনার তরী।
আসবে না কি এখনি।
হঠাৎ এক দমকা বাতাসে।
কানের কাছে এক পাখি এসে।
খিল খিলিয়ে হেসে বলে।
নতুন বার্তা নিয়ে আসবে সে ।
ফুলের বলে – ভালোবাসবে সে।
ভালোবাসার ফুল নিয়ে আসবে।
দূর অজানা দূর দেশে থেকে।
পাড়ি দিয়ে আসবে সে।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অপেক্ষা – সুলেখা আক্তার শান্তা

প্রকাশিত : ০৪:০০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯

বাসন্তী রঙের শাড়ি পড়ে।
চুল দিলাম ছেড়ে আমি।
ভেবেছিলাম ফুল নিয়ে আসবে তুমি
চুলে দিবো ফুল আমি।
অপেক্ষা প্রহরে প্রহরে।
দিন যে আমার যায় চলে।
সবাই বলে শাড়িতে তোমায় লাগছে ভারি।
আমি বলি মনের মানুষ সোনার তরী।
আসবে না কি এখনি।
হঠাৎ এক দমকা বাতাসে।
কানের কাছে এক পাখি এসে।
খিল খিলিয়ে হেসে বলে।
নতুন বার্তা নিয়ে আসবে সে ।
ফুলের বলে – ভালোবাসবে সে।
ভালোবাসার ফুল নিয়ে আসবে।
দূর অজানা দূর দেশে থেকে।
পাড়ি দিয়ে আসবে সে।

বিজনেস বাংলাদেশ-/ ইএম