বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে আবু রায়হান খান ও সালমান ফারসি।
গতকাল (মঙ্গলবার) সকালে ডাকসু ভবনে ছাত্র ফেডারেশন ঢাবি শাখার চতুর্দশ কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত কাউন্সিলে সভাপতিত্বে করেন উম্মে হাবিবা বেনজির।
কাউন্সিলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শাখার ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি নির্বাচন করা হয়। এর মধ্যে ১৫ জনের নাম ঘোষণা করা হয়েছে এবং ২ জন সদস্যকে পরবর্তীতে অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়।
ছাত্র ফেডারেশন ঢাবি শাখার নতুন কমিটি নিম্নরূপ:
সভাপতি – আবু রায়হান খান সহ সভাপতি – আশরাফুল হক ইশতিয়াক সাধারণ সম্পাদক – সালমান ফারসি সহ সাধারণ সম্পাদক – ইমরান হোসেন সাংগঠনিক সম্পাদক – সজীব হোসেন অর্থ সম্পাদক – আরমানুল হক প্রচার সম্পাদক – মমিন মুক্তার সবুজ দপ্তর সম্পাদক – আহমেদ শাহজালাল রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক – পনিচুজ্জামান সাচ্চু সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক – শেখ সাঈদা আফরিন শাফী সদস্য – ফারহান আফনান তানভীর সদস্য- প্রমী খীসা সদস্য – তিয়াশ আজাদ সদস্য – উমামা ফাতেমা সদস্য – উম্মে হাবিবা বেনজির।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























