০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

জম্মু-কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনে ঢাবি শিক্ষার্থীদের সমর্থন

ঢাকা: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের জনগণের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন জানিয়ে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন তারা।

এতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরাও অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রাষ্ট্রীয় সাংবিধানিক অধিকার বাতিল করে ভারতের বিজেপি সরকার যেভাবে কাশ্মিরে আগ্রাসন চালিয়েছে, এতে করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মির এখন ফিলিস্তিন ও মিয়ানমারের রাখাইনের মতো হতে যাচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।

মানববন্ধনে বক্তারা ভারতীয় গণমাধ্যমের নিন্দা জানিয়ে বলেন, ভারতীয় গণমাধ্যমে যারা কাশ্মীরীদেরকে জঙ্গি বলে তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। তাদের চিহ্নিত করতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ সকল আন্তর্জাতিক সংগঠনের প্রতি আহ্বান জানান তারা।

এসময়ে সারা বিশ্বের মানুষকে জম্মু-কাশ্মিরের পাশে দাঁড়ানোর অনুরোধও করেন তারা।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা ‘ইয়ে হক্ব হামারি আজাদী আজাদী’, ‘freedom for Kashmir’, ‘Kashmir needs UN steps’ ইত্যাদি৷ স্লোগান দেন।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

জম্মু-কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনে ঢাবি শিক্ষার্থীদের সমর্থন

প্রকাশিত : ০৮:১৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯

ঢাকা: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের জনগণের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন জানিয়ে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন তারা।

এতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরাও অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রাষ্ট্রীয় সাংবিধানিক অধিকার বাতিল করে ভারতের বিজেপি সরকার যেভাবে কাশ্মিরে আগ্রাসন চালিয়েছে, এতে করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মির এখন ফিলিস্তিন ও মিয়ানমারের রাখাইনের মতো হতে যাচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।

মানববন্ধনে বক্তারা ভারতীয় গণমাধ্যমের নিন্দা জানিয়ে বলেন, ভারতীয় গণমাধ্যমে যারা কাশ্মীরীদেরকে জঙ্গি বলে তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। তাদের চিহ্নিত করতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ সকল আন্তর্জাতিক সংগঠনের প্রতি আহ্বান জানান তারা।

এসময়ে সারা বিশ্বের মানুষকে জম্মু-কাশ্মিরের পাশে দাঁড়ানোর অনুরোধও করেন তারা।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা ‘ইয়ে হক্ব হামারি আজাদী আজাদী’, ‘freedom for Kashmir’, ‘Kashmir needs UN steps’ ইত্যাদি৷ স্লোগান দেন।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ