০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

সুনীল বরুনা’আমার হলো – নাদিম ভুইয়া

নতুন সকাল আবার আকাশ ছুয়ে এলো
তোমার ভাবনায় আর মন্দ নাই থাকলো
বন্ধু তুমি আমার তাই বলো,
অন্যরকম অনুভবে পাশাপাশি চলো।।

এ জীবনে কস্টের কিছু খোঁজেই পাবোনা
শুধুই অবুঝ হাসি মূখে প্রেমের গল্প শোনা,
মায়ার কাব্য লেখায় আমরাই ;আর কেউনা
ওগো অনেক মনের জোরে উত্তাল ঢেউয়ে ভাসবো দু’জনা।।

সুখ মিলানো দেহ মনের গন্ধ খোঁজা সকাল ফুলে;
কুমুদ আমরা শরতে নদীর স্নিগ্ধ জলে,
কপোলে হিম হিম শিশির স্পর্শ যত ভাবনারই আকুলে
তুমি ‘সুনিল বরুনা’ আমার বিশ্বাসের দোলে।।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :

সিসি ক্যামেরা থাকা ভোটকেন্দ্র নিয়ে ইসির নির্দেশনা

সুনীল বরুনা’আমার হলো – নাদিম ভুইয়া

প্রকাশিত : ১২:৩১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০১৯

নতুন সকাল আবার আকাশ ছুয়ে এলো
তোমার ভাবনায় আর মন্দ নাই থাকলো
বন্ধু তুমি আমার তাই বলো,
অন্যরকম অনুভবে পাশাপাশি চলো।।

এ জীবনে কস্টের কিছু খোঁজেই পাবোনা
শুধুই অবুঝ হাসি মূখে প্রেমের গল্প শোনা,
মায়ার কাব্য লেখায় আমরাই ;আর কেউনা
ওগো অনেক মনের জোরে উত্তাল ঢেউয়ে ভাসবো দু’জনা।।

সুখ মিলানো দেহ মনের গন্ধ খোঁজা সকাল ফুলে;
কুমুদ আমরা শরতে নদীর স্নিগ্ধ জলে,
কপোলে হিম হিম শিশির স্পর্শ যত ভাবনারই আকুলে
তুমি ‘সুনিল বরুনা’ আমার বিশ্বাসের দোলে।।

বিজনেস বাংলাদেশ-/ ইএম