গত একমাসের তুলনায় বর্তমানে রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ কিছুটা কমেছে। শিশু হাসপাতালে গত দুই সপ্তাহের তুলনায় ডেঙ্গুতে আক্রান্ত শিশুর সংখ্যা কম। বর্তমানে এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আছে ১০২ জন শিশু। গত দুই মাসে ছিলো ৮৫৬ জন। রাজধানী শহীদ সোহরাওয়ার্দী, হলি ফ্যামেলি হাসপাতালেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও কমে আসছে।
ঈদের পরবর্তী সময় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমলেও আগামী ১৫ দিনের আগে ডেঙ্গু পরিস্থিতি বোঝা সম্ভব নয় বলে জানিয়েছে চিকিৎসকরা। তারা বলছেন, রোগীদের মধ্যে ডেঙ্গু আতঙ্ক নেই। তবে বিভিন্ন হাসপাতালে বেসরকারি হিসাবে ডেঙ্গুতে ৯৫ জন, সরকারি হিসাবে ৪০ জন মারা গেছেন।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
রাজধানী ঢাকার সরকারি-বেসরকারিসহ সারাদেশের প্রায় ৪১টি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭ হাজার ১৬৮ জন ডেঙ্গু আক্রান্ত।
ডেঙ্গুতে রাজধানীতে নাজিমউদ্দীন নামে ১৮ আগস্ট রোববার আরো একজন মারা গেছেন। তার বাড়ি নোয়াখালী। জামালপুরে ডেঙ্গুতে এক রাজমিস্ত্রি ও এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ থেকে আসা রাসেল মিয়া নামে একজন ময়মনসিংহ মেডিকেলে মারা গেছেন।
বিজনেস বাংলাদেশ-/এমএ