১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

২০১৯-২০ অর্থবছরে বাণিজ্য ঘাটতি কমছে

২০১৮-১৯ অর্থবছরে পণ্য বাণিজ্যে সামগ্রিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৯৪ মিলিয়ন ডলার বা ১৩ লাখ ১৬ হাজার ৯৯০ কোটি টাকা (১ডলার= ৮৫ টাকা)। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বৈদেশিক বাণিজ্যের লেনদেনের এ তথ্য প্রকাশ করেছে। ধারাবাহিকভাবে রপ্তানি আয় বাড়লেও তার চেয়ে দ্রুত বাড়ছে আমদানি।

সে কারণে থেকে যাচ্ছে বাণিজ্য ঘাটতি। বিশ্লেষকদের মতে পদ্মা সেতু, মেট্টোরেলসহ বিভিন্ন বড় প্রকল্পের সরঞ্জাম আমদানির কারণে এ খাতে ব্যয় বাড়ছে। তবে আগের অর্থবছরের তুলনায় ২০১৯-২০ অর্থবছরে বাণিজ্য ঘাটতি কমছে। তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরের চেয়ে ১৭ দশমিক ৩৩ শতাংশ বাণিজ্য ঘাটতি কমেছে এবছর। তবে তার আগের ২০১৬-১৭ অর্থবছরের চেয়ে ৬৩ দশমিক ৫৮ শতাংশ বেশি। ২০১৮-১৯ অর্থবছরের ৫ হাজার ৫৪৩ কোটি ৯০ লাখ (৫৫.৪৪ বিলিয়ন) ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ।

একই সময়ে রপ্তানি থেকে আয় হয়েছে ৩ হাজার ৯৯৪ কোটি ৫০ লাখ (৩৯.৯৪ বিলিয়ন) ডলার। এ হিসাবে পণ্য বাণিজ্যে সার্বিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫৪৯ কোটি ৪০ লাখ ডলার। অন্যদিকে সেবা বাণিজ্যের ঘাটতি দাঁড়িয়েছে ৩৭১ কোটি ৫০ লাখ ডলার। ২০১৭-১৮ অর্থবছরে ঘাটতি ছিল ৪২০ কোটি ডলার। গত অর্থবছরের সবমিলিয়ে ৪৫০ কোটি ১০ লাখ ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাংলাদেশে এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৩২৯ কোটি ডলার। এ হিসাবে গত অর্থবছরে এফডিআই প্রবাহ বেড়েছে ৩৬ দশমিক ৮১ শতাংশ।

২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশে নিট এফডিআই এসেছে ২৫৪ কোটি ডলার। আগের বছরে এসেছিল ২৭৭ কোটি ডলার। এ হিসাবে নিট এফডিআই বেড়েছে ৪২দশমিক ৮৬ শতাংশ।

 

বিজনেস বাংলাদেশ/শ

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

২০১৯-২০ অর্থবছরে বাণিজ্য ঘাটতি কমছে

প্রকাশিত : ০৯:৫৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯

২০১৮-১৯ অর্থবছরে পণ্য বাণিজ্যে সামগ্রিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৯৪ মিলিয়ন ডলার বা ১৩ লাখ ১৬ হাজার ৯৯০ কোটি টাকা (১ডলার= ৮৫ টাকা)। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বৈদেশিক বাণিজ্যের লেনদেনের এ তথ্য প্রকাশ করেছে। ধারাবাহিকভাবে রপ্তানি আয় বাড়লেও তার চেয়ে দ্রুত বাড়ছে আমদানি।

সে কারণে থেকে যাচ্ছে বাণিজ্য ঘাটতি। বিশ্লেষকদের মতে পদ্মা সেতু, মেট্টোরেলসহ বিভিন্ন বড় প্রকল্পের সরঞ্জাম আমদানির কারণে এ খাতে ব্যয় বাড়ছে। তবে আগের অর্থবছরের তুলনায় ২০১৯-২০ অর্থবছরে বাণিজ্য ঘাটতি কমছে। তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরের চেয়ে ১৭ দশমিক ৩৩ শতাংশ বাণিজ্য ঘাটতি কমেছে এবছর। তবে তার আগের ২০১৬-১৭ অর্থবছরের চেয়ে ৬৩ দশমিক ৫৮ শতাংশ বেশি। ২০১৮-১৯ অর্থবছরের ৫ হাজার ৫৪৩ কোটি ৯০ লাখ (৫৫.৪৪ বিলিয়ন) ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ।

একই সময়ে রপ্তানি থেকে আয় হয়েছে ৩ হাজার ৯৯৪ কোটি ৫০ লাখ (৩৯.৯৪ বিলিয়ন) ডলার। এ হিসাবে পণ্য বাণিজ্যে সার্বিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫৪৯ কোটি ৪০ লাখ ডলার। অন্যদিকে সেবা বাণিজ্যের ঘাটতি দাঁড়িয়েছে ৩৭১ কোটি ৫০ লাখ ডলার। ২০১৭-১৮ অর্থবছরে ঘাটতি ছিল ৪২০ কোটি ডলার। গত অর্থবছরের সবমিলিয়ে ৪৫০ কোটি ১০ লাখ ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাংলাদেশে এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৩২৯ কোটি ডলার। এ হিসাবে গত অর্থবছরে এফডিআই প্রবাহ বেড়েছে ৩৬ দশমিক ৮১ শতাংশ।

২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশে নিট এফডিআই এসেছে ২৫৪ কোটি ডলার। আগের বছরে এসেছিল ২৭৭ কোটি ডলার। এ হিসাবে নিট এফডিআই বেড়েছে ৪২দশমিক ৮৬ শতাংশ।

 

বিজনেস বাংলাদেশ/শ