পাবনা জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে ২০ দিনের শুটিংয়ে আচ্ছেন মাহিয়া মাহি। সমাজের নানা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন এই অগ্নি কন্যা। তবে এটি বাস্তব নয়, পরিচালক মাহমুদ হাসান শিকদারের ‘অবতর’ ছবিতে এই চরিত্রে দেখা যাবে তাকে। মূলত যারা এভাবে অন্যায়ের প্রতিবাদ করে তাদের এ ছবিতে বিভিন্ন চরিত্রের মাধ্যমে তুলে ধরেছেন পরিচালক। আর তাই তিনি এই ছবির নাম দিয়েছেন ‘অবতর’।
ছবির পরিচালক মাহমুদ হাসান শিকদার জানান, মাহি ইউরোপ থেকে ফিরে ‘অবতর’-এর শুটিং শিডিউল দিয়েছেন। পাবনা জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে এ ছবিটির শুটিং চলবে।
মাহমুদ হাসান শিকদার বলেন, এরইমধ্যে ‘অবতর’ ছবির কিছু অংশের কাজ করেছি। ডিসেম্বরের শুরুতে মাহির কাজ শুরু হবে। পাবনায় টানা ২০ দিন এ ছবির কাজ করার পরিকল্পনা করেছি।
পরিচালনার পাশাপাশির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা নিজেই।
সাহসী প্রতিবাদী নারীকে ঘিরে এগিয়ে যাবে ‘অবতর’-এর গল্প। নারীপ্রধান চরিত্রে কাজ করেছেন মাহি। এ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করবেন নবাগত রুশো। আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর, রাইসুল ইসলাম আসাদ, সুস্মি প্রমুখ।

























