রোহিঙ্গাদের ফেরাতে হলে মিয়ানমারকে আইন সংশোধন করতে হবে উল্লেখ করে সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ-এর পরিচালক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, আমরা দেখতে পাই ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর থেকে এখনো তারা আইন সংশোধন করেনি। আইন সংশোধন করে তাদের অধিকার নিশ্চিত করলে রোহিঙ্গারা স্বেচ্ছায় মিয়ানমারে চলে যাবে।
সোমবার (২৬ আগস্ট) ঢাবির আর সি মজুমদার মিলনায়তনে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে তিনি এই কথাগুলো বলেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. কাবেরী গায়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী, অধ্যাপক ড. নাদির জুনায়েদ প্রমুখ।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় মেধাতালিকা অনুযায়ী প্রথম ১০জন মেধাবী শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ প্রদান করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মেহজাবিন বশির তুলি, শারমিন জাহান জোহা, ফায়েজ আহমেদ, আবদুর রাজ্জাক সোহেল, তন্ময় সাহা জয়, ন¤্রতা তালুকদার অর্পা, তাহমিনা আক্তার জেনি, সুমাইয়া তানিম, শামিমা নাসরিন এবং মেহেরুন নাহার মেঘলা।
প্রাক্তন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমদের কন্যা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী অধ্যাপক ড. সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তাঁর স্মৃতির উদ্দেশ্যে পরিবারের পক্ষ থেকে ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ প্রবর্তন করা হয়।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























