০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

দিনাজপুরে চলছে পরিবহন ধর্মঘট, চরম দুর্ভোগে যাত্রীরা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা ২টি বাস পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরে বাস মালিক ও শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট দ্বিতীয় দিনের মত চলছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

শুক্রবার সকাল থেকেই আন্দোলনকারীরা শহরের প্রবেশ পথগুলোতে পিকেটিং শুরু করে। বেশ কিছু ব্যাটারি চালিত অটো রিকশা ভাংচুর করে।

এর আগে বুধবার সন্ধ্যা ৭টায় শহরের মহারাজা মোড়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একটি বাসকে সাইড না দেয়ায় যাত্রীবাহী বাসের হেলপার ও চালকের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। এসময় উভয় পক্ষের সংঘর্ষে ২ জন ছাত্র ও ২ জন শ্রমিক আহত হন। বিশ্ববিদ্যালয়ের বাসটি ক্যাম্পাসে পৌঁছালে শ্রমিকদের হাতে ছাত্র পেটানোর ঘটনা ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়।

এরপর ছাত্ররা ক্যাম্পাসের সামনে দিনাজপুর-রংপুর আঞ্চলিক মহাসড়কে জড়ো হয়ে যাত্রীবাহী বাস তৃপ্তি পরিবহন ও শাহী পরিবহনে আগুন দিলে বাস ২টির ক্ষতি হয়। এর জেরে বৃহস্পতিবার জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ফলে চরম দুর্ভোগে পড়ে জনসাধারণ।

জেলা প্রশাসক মীর খায়রুল আলম উদ্ভূত পরিস্থিতি নিরসনে তার সম্মেলন কক্ষে দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বৈঠক করলেও কোনো ধরনের সমঝোতা ছাড়াই সভা সমাপ্ত হয়।

বৈঠকে জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, ৩ দিনের মধ্যে ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

দিনাজপুরে চলছে পরিবহন ধর্মঘট, চরম দুর্ভোগে যাত্রীরা

প্রকাশিত : ১২:০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা ২টি বাস পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরে বাস মালিক ও শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট দ্বিতীয় দিনের মত চলছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

শুক্রবার সকাল থেকেই আন্দোলনকারীরা শহরের প্রবেশ পথগুলোতে পিকেটিং শুরু করে। বেশ কিছু ব্যাটারি চালিত অটো রিকশা ভাংচুর করে।

এর আগে বুধবার সন্ধ্যা ৭টায় শহরের মহারাজা মোড়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একটি বাসকে সাইড না দেয়ায় যাত্রীবাহী বাসের হেলপার ও চালকের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। এসময় উভয় পক্ষের সংঘর্ষে ২ জন ছাত্র ও ২ জন শ্রমিক আহত হন। বিশ্ববিদ্যালয়ের বাসটি ক্যাম্পাসে পৌঁছালে শ্রমিকদের হাতে ছাত্র পেটানোর ঘটনা ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়।

এরপর ছাত্ররা ক্যাম্পাসের সামনে দিনাজপুর-রংপুর আঞ্চলিক মহাসড়কে জড়ো হয়ে যাত্রীবাহী বাস তৃপ্তি পরিবহন ও শাহী পরিবহনে আগুন দিলে বাস ২টির ক্ষতি হয়। এর জেরে বৃহস্পতিবার জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ফলে চরম দুর্ভোগে পড়ে জনসাধারণ।

জেলা প্রশাসক মীর খায়রুল আলম উদ্ভূত পরিস্থিতি নিরসনে তার সম্মেলন কক্ষে দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বৈঠক করলেও কোনো ধরনের সমঝোতা ছাড়াই সভা সমাপ্ত হয়।

বৈঠকে জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, ৩ দিনের মধ্যে ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।