শোনেন শোনেন সুধিজন,
ডেঙ্গু জ্বরের মূল কারণ
ডেঙ্গু হতে মুক্ত থাকতে কারণ জানা প্রয়োজন,
কী কারণে ডেঙ্গু জ্বর হয় করিব বর্ণন…
এভাবেই রাজশাহী বন্ধুসভার বন্ধু শরিফুল ইসলাম বন্ধুদের নিয়ে রাস্তার মোড়ে মোড়ে গানে গানে মানুষকে সচেতন করছিলেন।
গত সোমবার রাজশাহী বন্ধুসভার উদ্যোগে
‘আমাদের দায়িত্ববোধ
ডেঙ্গু করি প্রতিরোধ’
স্লোগানে ডেঙ্গু প্রতিরোধমূলক ‘পথগান’, সচেতনতামূলক বক্তব্য, নগরীর দোকানে দোকানে ২৫০০ লিফলেট বিতরণসহ মানুষকে সচেতন করার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টার সময় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে শুরু হয় এই পথসংগীতের অনুষ্ঠান
এর আগে সাহেব বাজারে বিভিন্ন পয়েন্টে বন্ধুরা পরিচ্ছন্ন অভিযান চালান।
এই কার্যক্রম চলে নগরীর জিরো পয়েন্ট, আলুপট্রি, তালাইমারি হয়ে প্রথম আলো অফিস পর্যন্ত।
বন্ধুরা নগরীতে ২৫০০ লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণকালে দোকানদারেরা বলেন, এভাবে আমাদের যদি আরও আগে থেকে সচেতন করা হতো, তাহলে আমাদের বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকতে পারতাম।
কার্যক্রমে গান পরিবেশন করেন রাজশাহী বন্ধুসভার বন্ধু শরিফুল ইসলাম।
সভাপতি ফারুক হোসেন তাঁর বক্তব্যে বলেন, দেশের একজন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব বোধ থেকে আমরা এ কর্মসূচির উদ্যোগ নিয়েছি।
কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজশাহী বন্ধুসভার সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বন্ধু ফেন্সি, রিপন মাহমুদ, রিতু, মদিনা আক্তার, সাব্বির খান সেজান, হামিদুর রহমান, লুৎফর রহমান, শিশির বাউল, আকাশ, নয়ন মাহমুদ, বাঁধনসহ প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/এম মিজান