জবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সভাপতি হাসান আদিবসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস)। শুক্রবার জবিসাস সভাপতি আশরাফুল ইসলাম আকাশ ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ৯ই নভেম্বর এসএ টিভিতে প্রচারিত প্রতিবেদন এবং ১০ই নভেম্বর দৈনিক যুগান্তরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রুয়েটে ইয়াবা ব্যবসায় জড়িত সিন্ডিকেট বিষয়ে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে রাবিসাস সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি হাসান আবিদসহ এসএ টিভির দুই সাংবাদিকদের বিরুদ্ধে এ মামলা করা হয়।


























