ভিসি কি ভর্তি পরিক্ষা দিয়ে ভর্তি হয়েছেন নাকি চিরকুট দিয়ে ঢাবিতে ভর্তি হয়েছেন? আমরা দেখতাম প্রাইমারি স্কুলে হেড মাস্টারের চিরকুটে ভর্তি করানো হতো। কিন্তু কালের বিবর্তনে তা আজ ঢাবিতেও চর্চিত হচ্ছে।
রোববার (৮ সেপ্টেম্বর) রাতে ‘দূর্নীতির বিরুদ্ধে আলোর মিছিল’ শেষে এ প্রশ্ন তোলেন ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সভাপতি আবু রায়হান খান।
ছাত্রলীগ নেতাকে চিরকুটের মাধ্যমে সান্ধ্যকালীন কোর্সে ভর্তি ও রোকেয়া হলের নিয়োগে হয়ে যাওয়া দূর্নীতির বিরুদ্ধে রোববার (৮ সেপ্টেম্বর) ‘দূর্নীতির বিরুদ্ধে আলোর মিছিল’ করে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। এসময়ে শতাধিক শিক্ষার্থী মিছিলে অংশ নেন।
রোকেয়া হলের নিয়োগ বাণিজ্যের খবরের কথা উল্লেখ করে তিনি বলেন, দূর্নীতির খবর প্রকাশ্যে আনা কোন অপরাধ নয়। তাহলে কিভাবে প্রশাসন রোকেয়া হলের কর্মচারী শাহিনকে চাকুরীচ্যুত করার হুমকি দেয়?
সমাজতান্ত্রীক ছাত্রফ্রন্টের ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকী বলেন, রোকেয়া হলের প্রাধ্যক্ষ ড. জিনাত হুদার সহোযোগিতায়, হল ছাত্রলীগের নেতা ও হল সংসদের মিলে নিয়োগ বাণিজ্য করেছে।
আজকে পত্রিকায় আপনারা দেখেছেন যে চিরকুটের মাধ্যেমে ছাত্রলীগের নেতাদের ভর্তি করেছিলো ব্যাবসায় অনুষধের ডীন শিবলী রুবাইয়াতুল ইসলাম। পরবর্তীতে তারা ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচন করে ছাত্র প্রতিনিধি হয়েছে। এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, ব্যাবসায় অনুষধের ডীন ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম ও রোকেয়া হলের প্রাধ্যক্ষ ড. জিনাত হুদার পদত্যাগের দাবি করেন।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























