ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বান্দরবানের রুমা উপজেলায় ডমাচিং মারমা বেবী (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামে সিএসসিআর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
মৃত বেবী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার স্ত্রী। তিনি উপজেলার সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
উহ্লাচিং মারমা জানান, কয়েক দিন আগে শারীরিকভাবে অসুস্থবোধ করলে ডমেচিং মারমাকে রুমা উপজেলায় একটি মেডিকেল সেন্টারে নেয়া হয়। সেখানে পরীক্ষা করে তার ডেঙ্গুজ্বর ধরা পড়ে।
পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে সিএসসিআর বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। চট্টগ্রাম থেকে মৃতদেহ রুমা উপজেলায় নিয়ে যাওয়া হবে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান























