জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের উপর উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও কমিশন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কুশপুত্তলিকাদাহ করা হয়েছে। এসময়ে তাকে অপসারণের দাবিও জানায় মুক্তিযুদ্ধ মঞ্চ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে কুশপুত্তলিকাদাহ করা হয়।
মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক আ ক ম জামাল উদ্দীনের সভাপতিত্বে দাহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির ঢাবি শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন।

সমাবেশে আ ক ম জামাল উদ্দীন জাবি উপাচার্যকে অপসারণের জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন। অন্যথায় তার কার্যালয় ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার ঘোষণা দেন।
মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাবি শাখার সাধারণ সম্পাদক আল মামুন বলেন, জাহাঙ্গীরনগরের ভিসি বিএনপি-জামায়াতের সমর্থক। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের দুর্নীতি মুক্তিযুদ্ধ মঞ্চ বরদাশত করবে না।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























