০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

৩৪ ভর্তি বাতিল ও জড়িতদের শাস্তির দাবিতে সাদা দলের মানববন্ধন

ডাকসু নির্বাচনের পূর্বে ‘চিরকুটে’ মাস্টার্স অব ট্যাক্স ম্যানেজিমেন্টে ভর্তিকৃত ৩৪ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল এবং দায়ীদের শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকদের মানববন্ধন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাদা দলের আহবায়ক লুৎফর রহমান।

ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. হাসানুজ্জামান খান বলেন, এ ভর্তিতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মহল থেকে চিরকুট দেয়া হয়েছে। তারা অবৈধ ভাবে ভর্তি হয়ে যা করছে সবই অবৈধ। তাদের অনতিবিলম্বে শাস্তির আওতায় আনা ব্যক্তিগত দাবি নয়। এ দাবি সকলের।

জীববিজ্ঞান ও অনুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লায়লা নূর বলেন, আমাদের পড়া-লেখা, পরিবেশ কোন বিবেচনায়ই আমরা বিশ্ব মানে যেতে পারি না। আমাদের একটাই সচ্চতার জায়গা ছিলো। তা হলো ভর্তি পরিক্ষা। কিন্তু তাও আজ প্রশ্নবিদ্ধ হয়েছে। এসময়ে সীট বাণিজ্য ও জোর করে ছাত্র রাজনীতিতে নিয়ে যাওয়ার বিষয় বন্ধে আহবান জানান তিনি।

ঢাবি শিক্ষক সমিতির সাবেক সহ-সভাপতি আখতারুজ্জামান খান বলেন, শিক্ষক হিসেবে ছাত্রদের সামনে দাঁড়ানোর মুখ আমাদের নেই। ছাত্ররা আমাদের মুখে মুখে কথা বলে। তাদের দেওয়ার মতো উত্তর আমাদের নেই।

শিবলী রুবাইয়াতুল ইসলামের বক্তৃতার জের ধরে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আপনারা কোন যুক্তিতে ‘সিলেক্টিভ ওয়ে’ তে ভর্তি করাবেন? তাহলে তো এই ৩৪ জন ছাড়া আরো অনেকেই ভর্তি হতে চাইবে তাদেরব কি আপনারা ভর্তি করাবেন?

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বিজনেস অনুষদের সাবেক ডিন অধ্যাপক সিরাজুল বিজনের অনুষদে সান্ধকালীন কোর্সের নীতিমালার চৌম্বক অংশ তুলে ধরেন।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

৩৪ ভর্তি বাতিল ও জড়িতদের শাস্তির দাবিতে সাদা দলের মানববন্ধন

প্রকাশিত : ০৭:০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯

ডাকসু নির্বাচনের পূর্বে ‘চিরকুটে’ মাস্টার্স অব ট্যাক্স ম্যানেজিমেন্টে ভর্তিকৃত ৩৪ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল এবং দায়ীদের শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকদের মানববন্ধন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাদা দলের আহবায়ক লুৎফর রহমান।

ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. হাসানুজ্জামান খান বলেন, এ ভর্তিতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মহল থেকে চিরকুট দেয়া হয়েছে। তারা অবৈধ ভাবে ভর্তি হয়ে যা করছে সবই অবৈধ। তাদের অনতিবিলম্বে শাস্তির আওতায় আনা ব্যক্তিগত দাবি নয়। এ দাবি সকলের।

জীববিজ্ঞান ও অনুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লায়লা নূর বলেন, আমাদের পড়া-লেখা, পরিবেশ কোন বিবেচনায়ই আমরা বিশ্ব মানে যেতে পারি না। আমাদের একটাই সচ্চতার জায়গা ছিলো। তা হলো ভর্তি পরিক্ষা। কিন্তু তাও আজ প্রশ্নবিদ্ধ হয়েছে। এসময়ে সীট বাণিজ্য ও জোর করে ছাত্র রাজনীতিতে নিয়ে যাওয়ার বিষয় বন্ধে আহবান জানান তিনি।

ঢাবি শিক্ষক সমিতির সাবেক সহ-সভাপতি আখতারুজ্জামান খান বলেন, শিক্ষক হিসেবে ছাত্রদের সামনে দাঁড়ানোর মুখ আমাদের নেই। ছাত্ররা আমাদের মুখে মুখে কথা বলে। তাদের দেওয়ার মতো উত্তর আমাদের নেই।

শিবলী রুবাইয়াতুল ইসলামের বক্তৃতার জের ধরে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আপনারা কোন যুক্তিতে ‘সিলেক্টিভ ওয়ে’ তে ভর্তি করাবেন? তাহলে তো এই ৩৪ জন ছাড়া আরো অনেকেই ভর্তি হতে চাইবে তাদেরব কি আপনারা ভর্তি করাবেন?

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বিজনেস অনুষদের সাবেক ডিন অধ্যাপক সিরাজুল বিজনের অনুষদে সান্ধকালীন কোর্সের নীতিমালার চৌম্বক অংশ তুলে ধরেন।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ