জুয়া খেলার বিষয়ে আদালতে দোষ স্বীকার করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুসহ ১৫ জন। সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলামের জিজ্ঞাসায় তারা এ দোষ স্বীকার করেন।
এরপর বিচারক প্রত্যেকের ৫০ টাকা করে অর্থদণ্ড এবং অর্থদণ্ড আনাদায়ে তাদের এক দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পরে অর্থদণ্ডের টাকা দিয়ে তারা আদালত থেকেই মুক্ত হন।
মুক্তি পাওয়া অপর ১৪ জন হলেন- কামাল মোহাম্মদ কিবরিয়া, মো. বাচ্চু, মহিউদ্দিন হাওলাদার, নুরুল হক, জাহাঙ্গীর আলম, হরেস সাহা, সরোয়ার আলী দীপু, মাহফুল আলম, কামরুল আহম্মেদ, গোলাম রসুল, মো. আক্তার হোসেন, মো. মাহমুদ রহমান সোহাগ, মো. বাবু ও এম এ রহমান।
রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) খায়রুজ্জামান জুয়া খেলার অভিযোগে তাদের ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) এ্যাক্টে আদালতে হাজির করেন।
এর আগে গত রোববার রাত সাড়ে ১০টার পর রাজধানীর বিজয় নগরের সায়হাম স্কাইভিউ টাওয়ারে অভিযান চালায় রমনা থানা পুলিশ। অভিযানে কামরুজ্জামান বাবুসহ ১৫ জন জুয়া খেলা অবস্থায় আটক করে পুলিশ। বাবু নাগরিক টিভি অনুষ্ঠান প্রধান হিসেবে কর্মরত ।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























