কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলনের অগ্রনায়ক শহীদ ডাঃ শামসুল আলম খান মিলনের ২৭ তম শাহাদাৎ বার্ষিকীতে বাংলাদেশ ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন।
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে ছাত্রলীগের পক্ষ থেকে আজ সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ চত্বরে মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হবে।
উল্লেখ্য,
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম পেশাজীবী নেতা ডা. শামসুল আলম খান মিলনের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯০ সালের এইদিনে এরশাদের স্বৈরশাসন বিরোধী আন্দোলনের উত্তাল মুহূর্তে আন্দোলনের সংগঠক ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব ডা. শামসুল আলম খান মিলন সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছিলেন।
দিবসটি পালনে ঢাকা মেডিক্যাল কলেজ মিলনায়তনে বিএমএ’র উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


























