ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য তানভীর হাসান সৈকত গণরুম সমস্যা সমাধানে ভিসিকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছে। অন্যথায় গণরুমের বাসিন্দারা উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের বাসায় গিয়ে উঠবেন বলেও জানান তিনি।
মঙ্গলবার (১ অক্টোবর) ঢাবিস্থ সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক ছাত্র সমাবেশে এই ঘোষণা দেন তিনি। এতে অন্তত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
গণরুমই ঢাবিকে পিছিয়ে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় না থাকার কারণ বিশ্লেষণ করলে দেখা যাবে এই সমস্যার মূলে রয়েছে গণরুম। একরুমে ২০-২৫ জন একত্রে থাকে। যার কারনে পড়ার পরিবেশ থাকে না। আমাদের লাইব্রেরিতে মাত্র পনের’শ সিট রয়েছে। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এসময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণার মান ও পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এর আগে তিনি উপাচার্য বরাবর ৬ দফা দাবিতে স্মারকলিপি জমা দেন। প্রায় এক মাস থেকে তানভীর হাসান সৈকত প্রথম বর্ষের সাথে গণরুমে থাকেন।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























