০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

ফোকলোরকে বাংলার সমান মর্যাদা: সিদ্ধান্ত বাতিলে ইউজিসিকে ১৫ দিনের আল্টিমেটাম

ফোকলোর বিভাগের স্নাতক-স্নাতকোত্তরদের বাংলা বিভাগের স্নাতক-স্নাতকোত্তরদের সমমান প্রদানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত বাতিলের দাবি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের শিক্ষার্থীরা। এসময়ে তারা সিদ্ধান্ত বাতিলের জন্য ১৫দিনের সময় বেঁধে দেন অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারীও করেন।

বৃহস্পতিবার (৩রা অক্টোবর) বেলা ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন থেকে এ ঘোষণা দেন তারা।

বিক্ষোভ মিছিল পূর্ব মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ফোকলোর বিভাগের সাথে বাংলা বিভাগের তুলনা করে কেবল বাংলা বিভাগকেই নয় বরং বাংলাদেশকেই অবমাননা করা হয়েছে। দুটি পুরোপুরি আলাদা দুটি বিষয়, দুটিকে যেমন এক করে দেখার কোন সুযোগ নেই। তেমন দু বিভাগের শিক্ষার্থীদেরও এক করে দেখার সুযোগ নেই। পথ খোলা থাকে পাঠ্যক্রম পরিবর্তনের। আর যদি তাই হয় এক্ষেত্রে ফোকলোর মতো গুরুত্বপূর্ণ বিভাগ স্বাতন্ত্র্য হারাবে।

এসময়ে তারা ফোকলোর ও বাংলার সিলেবাসের কথা উল্লেখ করে বলেন, ফোকলোর হলো সমাজ বিজ্ঞান অনুষদের একটি বিভাগ। অন্যদিকে বাংলা হচ্ছে কলা অনুষদভূক্ত। দুটি পৃথক পৃথক সিলেবাসের দুটি বিভাগ কিভাবে এক হতে পারে? ফোকলোরের সিলেবাস এবং বাংলা বিভাগের সিলেবাসের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। ফোকলোর নয় বরং ইউজিসির অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের অবস্থা বলেও জানান শিক্ষার্থীরা।

এই সিদ্ধান্ত থেকে সরে এসে প্রজ্ঞাপন জারি করতে ইউজিসিকে ২১ অক্টোবর পর্যন্ত সময় বেধে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যথায় বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের বাংলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জন ও বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা দেয় তারা। মানববন্ধন শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে কর্মসূচির শেষ হয়।

গত ৫ সেপ্টম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চাকুরিতে অন্তর্ভূক্তিকরনের উদ্যোগ নেয়। বিষয়টিকে সামনে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের স্নাতক-স্নাতকোত্তরদের বাংলা বিভাগের স্নাতক-স্নাতকোত্তরদের হিসেবে বিবেচনা করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে অন্তর্ভূক্তিপূর্বক কোড বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মতামত প্রদান করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর অনুলিপি পাঠায়। এর প্রেক্ষিতে বাংলা বিভাগের শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানায়।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

ফোকলোরকে বাংলার সমান মর্যাদা: সিদ্ধান্ত বাতিলে ইউজিসিকে ১৫ দিনের আল্টিমেটাম

প্রকাশিত : ০২:৪৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯

ফোকলোর বিভাগের স্নাতক-স্নাতকোত্তরদের বাংলা বিভাগের স্নাতক-স্নাতকোত্তরদের সমমান প্রদানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত বাতিলের দাবি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের শিক্ষার্থীরা। এসময়ে তারা সিদ্ধান্ত বাতিলের জন্য ১৫দিনের সময় বেঁধে দেন অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারীও করেন।

বৃহস্পতিবার (৩রা অক্টোবর) বেলা ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন থেকে এ ঘোষণা দেন তারা।

বিক্ষোভ মিছিল পূর্ব মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ফোকলোর বিভাগের সাথে বাংলা বিভাগের তুলনা করে কেবল বাংলা বিভাগকেই নয় বরং বাংলাদেশকেই অবমাননা করা হয়েছে। দুটি পুরোপুরি আলাদা দুটি বিষয়, দুটিকে যেমন এক করে দেখার কোন সুযোগ নেই। তেমন দু বিভাগের শিক্ষার্থীদেরও এক করে দেখার সুযোগ নেই। পথ খোলা থাকে পাঠ্যক্রম পরিবর্তনের। আর যদি তাই হয় এক্ষেত্রে ফোকলোর মতো গুরুত্বপূর্ণ বিভাগ স্বাতন্ত্র্য হারাবে।

এসময়ে তারা ফোকলোর ও বাংলার সিলেবাসের কথা উল্লেখ করে বলেন, ফোকলোর হলো সমাজ বিজ্ঞান অনুষদের একটি বিভাগ। অন্যদিকে বাংলা হচ্ছে কলা অনুষদভূক্ত। দুটি পৃথক পৃথক সিলেবাসের দুটি বিভাগ কিভাবে এক হতে পারে? ফোকলোরের সিলেবাস এবং বাংলা বিভাগের সিলেবাসের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। ফোকলোর নয় বরং ইউজিসির অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের অবস্থা বলেও জানান শিক্ষার্থীরা।

এই সিদ্ধান্ত থেকে সরে এসে প্রজ্ঞাপন জারি করতে ইউজিসিকে ২১ অক্টোবর পর্যন্ত সময় বেধে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যথায় বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের বাংলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জন ও বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা দেয় তারা। মানববন্ধন শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে কর্মসূচির শেষ হয়।

গত ৫ সেপ্টম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চাকুরিতে অন্তর্ভূক্তিকরনের উদ্যোগ নেয়। বিষয়টিকে সামনে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের স্নাতক-স্নাতকোত্তরদের বাংলা বিভাগের স্নাতক-স্নাতকোত্তরদের হিসেবে বিবেচনা করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে অন্তর্ভূক্তিপূর্বক কোড বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মতামত প্রদান করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর অনুলিপি পাঠায়। এর প্রেক্ষিতে বাংলা বিভাগের শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানায়।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ