০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

মধুর মেঝেতে ছাত্রদলের ‘রাজনৈতিক আড্ডা’

ছাত্রদলের উপস্থিতির পূর্বে মধুর ক্যান্টিনের সকল চেয়ার-টেবিল দখলে করে রেখেছে ছাত্রলীগ। তাই চেয়ার-টেবিল না পেয়ে মেঝেতেই বসেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (৩রা অক্টোবর) সকাল ১০ টায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, আগে কিছু চেয়ার-টেবিল খালি থাকলেও আজ সব দখল করে নিয়েছে ছাত্রলীগ। আমাদের বসার কোন জায়গা না থাকায় আমরা মেঝেতে বসেছি। মেঝেতে বসা তাদের প্রতীকী প্রতিবাদ ছিলো বলেও জানান এ নেতা। এ ব্যাপারে ছাত্রলীগের শীর্ষ নেতাদের সঙ্গে তিনি কথা বলবেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আজ সকালে ছাত্রলীগের নেতাকর্মীরা মধুর ক্যান্টিনের সব চেয়ার-টেবিল দখল করে রেখেছে। ছাত্রদল বসার জন্য কোন চেয়ার-টেবিল ছিলো না। তাই ছাত্রদল ফ্লোরে বসে পড়ে।’

পরে বেলা আনুমানিক সাড়ে এগারোটার দিকে ছাত্রদল মধু হতে বের হয়ে ক্যাম্পাসে মিছিল করে ক্যাম্পাস ত্যাগ করেন।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

মধুর মেঝেতে ছাত্রদলের ‘রাজনৈতিক আড্ডা’

প্রকাশিত : ০২:৫৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯

ছাত্রদলের উপস্থিতির পূর্বে মধুর ক্যান্টিনের সকল চেয়ার-টেবিল দখলে করে রেখেছে ছাত্রলীগ। তাই চেয়ার-টেবিল না পেয়ে মেঝেতেই বসেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (৩রা অক্টোবর) সকাল ১০ টায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, আগে কিছু চেয়ার-টেবিল খালি থাকলেও আজ সব দখল করে নিয়েছে ছাত্রলীগ। আমাদের বসার কোন জায়গা না থাকায় আমরা মেঝেতে বসেছি। মেঝেতে বসা তাদের প্রতীকী প্রতিবাদ ছিলো বলেও জানান এ নেতা। এ ব্যাপারে ছাত্রলীগের শীর্ষ নেতাদের সঙ্গে তিনি কথা বলবেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আজ সকালে ছাত্রলীগের নেতাকর্মীরা মধুর ক্যান্টিনের সব চেয়ার-টেবিল দখল করে রেখেছে। ছাত্রদল বসার জন্য কোন চেয়ার-টেবিল ছিলো না। তাই ছাত্রদল ফ্লোরে বসে পড়ে।’

পরে বেলা আনুমানিক সাড়ে এগারোটার দিকে ছাত্রদল মধু হতে বের হয়ে ক্যাম্পাসে মিছিল করে ক্যাম্পাস ত্যাগ করেন।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ