বিসিবি একাডেমি এখন কার্যত ক্রিকেটারদের মেলা। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) জন্য অনুশীলন করছেন বিভিন্ন বিভাগীয় দলের ক্রিকেটাররা।
গতকাল যেমন ঢাকা মেট্রো, ঢাকা বিভাগের পাশাপাশি রংপুর, খুলনা বিভাগের কয়েকজন ক্রিকেটারও অনুশীলন করেছেন।
এর মাঝেই আলাদাভাবে পাঁচ ক্রিকেটার একাডেমি মাঠে ঘাম ঝরিয়েছেন। আবু হায়দার রনি, আরিফুল হক, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখরা প্রস্তুত হচ্ছেন শ্রীলঙ্কা সফরের জন্য।
আজই কলম্বোর উদ্দেশে বিমানে চড়ার কথা রয়েছে এই পাঁচ ক্রিকেটারের। শ্রীলঙ্কা সফররত বাংলাদেশ ‘এ’ দলে যোগ দিবেন সাইফ-আফিফরা। চার দিনের ম্যাচ সিরিজ শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ‘এ’ দল।
দুই দিনের অনুশীলন শেষে আজ লঙ্কাগামী বিমানে উঠবেন আফিফরা। গতকাল বিসিবি একাডেমি মাঠে তরুণ এই অলরাউন্ডার বলেছেন, ‘দুই দিন অনুশীলন ছিল।
এর আগেও সবাই যার যার মতো অনুশীলন করেছে। আমরা যে পাঁচ জন শ্রীলঙ্কায় যাচ্ছি, ওরা এই দুই দিন কাজে লাগিয়েছে। যাতে ভালো খেলা যায় ঐ চেষ্টা করব।’
ভারত সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের নেতৃত্ব দিয়েছিলেন সাইফ হাসান। লঙ্কা সফরে যাচ্ছেন ডানহাতি এই ওপেনারও।
গতকাল সাইফ বলেছেন, ‘আমি প্রিমিয়ার লিগে যেভাবে খেলেছি, সেভাবেই খেলার চেষ্টা করছি। ম্যাচের পর ম্যাচ একইভাবে খেলছি।
সামনে অনেক গুরুত্বপূর্ণ একটি সিরিজ আছে আমার জন্য। প্রত্যেকটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আগে চেষ্টা থাকবে শ্রীলঙ্কায় যাচ্ছি, সেখানে ফোকাস করা। ম্যাচ বাই ম্যাচ সব গুরুত্বপূর্ণ আমার জন্য।’
এইচপি, ‘এ’ দলের হয়ে এই বছর অনেকগুলো ম্যাচ খেলেছেন আফিফ।
এসব ম্যাচের অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটে সাহায্য করছে এই তরুণকে। শ্রীলঙ্কা সফরে স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি ওয়ানডেই জিততে চান বাঁহাতি এই অলরাউন্ডার।
গতকাল বিসিবি একাডেমি মাঠে তিনি বলেছেন, ‘লক্ষ্য হচ্ছে ওখানে যে তিনটা ম্যাচ আছে আমাদের তিনটা ম্যাচেই যেন আমরা জিতি।
ভালো খেলার চেষ্টা করব। আর দলের লক্ষ্য হচ্ছে, যেন দলের জন্য ভালো করতে পারি।
বিজনেস বাংলাদেশ/এম মিজান

























