০১:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

ভালোবেসে নিজেকেই নিজেই বিয়ে করলেন ইতালি নারী !

বেশ ঘটা করে ধুমধামের সঙ্গে বিয়ে করেছেন ইতালির নারী লরা মেসি। জাঁকজমকপূর্ণ পোশাক, খাবার, অতিথি সমাগম—আছে সবকিছুই। কিন্তু ছিল না শুধু বর। কারণ, লরার ভালোবাসার মানুষটি আর কেউ নয়, তিনি নিজেই। তাই নিজেই কনে, নিজেই বর।

নিজেকে বিয়ের বিষয়ে ৪০ বছর বয়সী লরা বলেন, ‘আমার পরিবার থেকে শিক্ষা পেয়েছি নিজেকেই সবচেয়ে ভালোবাসা উচিত। রাজপুত্র ছাড়াও রূপকথার গল্প হয়।’

তবে ব্যতিক্রমী এই বিয়ে ইতালির আইন অনুযায়ী কোনো স্বীকৃতি পায়নি বলে জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, দুই বছর আগে প্রেমিকের সঙ্গে ১২ বছরের সম্পর্ক শেষ হয় লরার। তখনই নিজেকে বিয়ে করার পরিকল্পনা তাঁর মাথায় আসে। তিনি পরিবার ও বন্ধুদের জানান, ৪০তম জন্মদিনের মধ্যে কোনো সঙ্গী খুঁজে না পেলে নিজেকেই বিয়ে করবেন তিনি।

লরা আরো বলেন, ‘যদি কোনো পুরুষকে খুঁজে পাই, যার সঙ্গে সামনের দিনগুলোর পরিকল্পনা করতে পারব, তাহলে খুশি হব। কিন্তু আমার সুখ তাঁর ওপর নির্ভর করবে না।’
ইতালিতে নিজেকে বিয়ে করার তালিকায় প্রথম নাম লেখালেন লরা।  পেশায় তিনি একজন ফিটনেস প্রশিক্ষক।

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদাবাজদের হাতেও সম্মানের কাজ তুলে দেবো: জামায়াত আমির

ভালোবেসে নিজেকেই নিজেই বিয়ে করলেন ইতালি নারী !

প্রকাশিত : ০২:১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭

বেশ ঘটা করে ধুমধামের সঙ্গে বিয়ে করেছেন ইতালির নারী লরা মেসি। জাঁকজমকপূর্ণ পোশাক, খাবার, অতিথি সমাগম—আছে সবকিছুই। কিন্তু ছিল না শুধু বর। কারণ, লরার ভালোবাসার মানুষটি আর কেউ নয়, তিনি নিজেই। তাই নিজেই কনে, নিজেই বর।

নিজেকে বিয়ের বিষয়ে ৪০ বছর বয়সী লরা বলেন, ‘আমার পরিবার থেকে শিক্ষা পেয়েছি নিজেকেই সবচেয়ে ভালোবাসা উচিত। রাজপুত্র ছাড়াও রূপকথার গল্প হয়।’

তবে ব্যতিক্রমী এই বিয়ে ইতালির আইন অনুযায়ী কোনো স্বীকৃতি পায়নি বলে জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, দুই বছর আগে প্রেমিকের সঙ্গে ১২ বছরের সম্পর্ক শেষ হয় লরার। তখনই নিজেকে বিয়ে করার পরিকল্পনা তাঁর মাথায় আসে। তিনি পরিবার ও বন্ধুদের জানান, ৪০তম জন্মদিনের মধ্যে কোনো সঙ্গী খুঁজে না পেলে নিজেকেই বিয়ে করবেন তিনি।

লরা আরো বলেন, ‘যদি কোনো পুরুষকে খুঁজে পাই, যার সঙ্গে সামনের দিনগুলোর পরিকল্পনা করতে পারব, তাহলে খুশি হব। কিন্তু আমার সুখ তাঁর ওপর নির্ভর করবে না।’
ইতালিতে নিজেকে বিয়ে করার তালিকায় প্রথম নাম লেখালেন লরা।  পেশায় তিনি একজন ফিটনেস প্রশিক্ষক।