বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এই বর্ষীয়ান অভিনেতা। চিকিৎসকরা জানান, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। তাই তাকে বাসায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্ট থেকেও তা-ই বলা হয়েছে। এর আগে গেল আগস্ট মাসে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় দিলীপ কুমারকে।
চিকিৎসকের কথা অনুযায়ী, দিলীপ কুমার এখন বিপদের বাইরে। দিলীপ কুমারের পক্ষ থেকে তার টুইটারে মাউথশাট ডটকম-এর প্রতিষ্ঠাতা এবং সিইও ফয়জল ফারুকি লিখেছেন, ডাক্তারি পরীক্ষায় ধরা পড়েছে, সাবের (দিলীপ কুমার) হালকা নিউমোনিয়া হয়েছে। তাকে বাসায় থেকে আরাম করার পরামর্শ দেওয়া হয়েছে। আল্লাহ অসীম করুণাময় যে ওনার বাকি সবকিছু স্বাভাবিক। সাব এখন অনেকটাই সুস্থ। অনুগ্রহ করে আপনারা তার জন্য প্রার্থনা এবং দোয়া করুন।
তাকে ঘিরে রীতিমতো উদ্বিগ্ন ছিল বলিউড এবং তার অসংখ্য গুণগ্রাহী। পরে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান প্রবীণ এই অভিনেতা।

























