আলোচিত ছবি ‘ডুব’ মুক্তির আগে থেকেই ছবিটির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বেশ বড়সড়ো ঝামেলা বাঁধে। পরে তা সংবাদ সম্মেলন, সেন্সরবোর্ড থেকে গণমাধ্যমে আলোচনার বিষয়ে পরিণত হয়।
এরপর ২৭ অক্টোবর ছবিটি মুক্তির পর সেই আলোচনার ছাইয়ে আগুন জ্বালিয়ে দেন হুমায়ূন ভক্ত, সাধারণ দর্শকরা। তাতে অবশ্য বরাবরই ফারুকী আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করে গেছেন।অন্যদিকে ছবি মুক্তির পর এটা নিয়ে খুব বেশি মন্তব্য করেননি হুমায়ূন পত্নী শাওন। এবার প্রথমবার মুখ খুললেন তিনি।
কলকাতার গণমাধ্যমে ‘ডুব’ চলচ্চিত্র প্রসঙ্গে কথা বলেছেন এ অভিনেত্রী।
শাওন বলেন, কলকাতায় আসার আগে আমি ডুব দেখেছি। হলে গিয়ে দেখতে পারিনি। একটা স্পেশাল শোতে দেখেছি। সত্যি কথা বলি ‘ডুব’ দেখে আসলে আমার হাসি পেয়েছে। যদি হুমায়ূন আহমেদের স্ত্রী হিসেবে বলি এটা হুমায়ূন আহমেদও হয়নি। হতে পারে অন্য কেউ। কিন্তু খুব জোর করে হুমায়ূন আহমেদকে ঢোকানোর চেষ্টা চালানো হয়েছে। কিন্তু এটা হুমায়ূন আহমেদ না।
তিনি বলেন, ‘ডুব’-এ হুমায়ূন আহমেদ নেই। হুমায়ূন আহমেদ অনেক বড় জিনিস। হুমায়ূন আহমেদ অন্য জিনিস। এটা হুমায়ূন আহমেদের বায়ো না। ছবিতে আমরা যাকে দেখেছি তিনি কোনোভাবেই হুমায়ূন আহমেদ না।

























