০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

প্রকাশ হচ্ছে নূর-ডালিয়ার কণ্ঠে রামচন্দ্রের কবিতা অ্যালবাম

  • বাবুল হৃদয়:
  • প্রকাশিত : ০৩:১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
  • 157

শুক্রবার (১৮ অক্টোবর) প্রকাশ হতে যাচ্ছে জনপ্রিয় অভিনেতা ও বিশিষ্ট আবৃত্তিকার আসাদুজ্ঝামান নূর ও কলকাতার জনপ্রিয় আবৃত্তিশিল্পী ডালিয়া বসু সাহার কণ্ঠে কবি রামচন্দ্র দাসের কবিতার অ্যালবাম ‘যদি এই বাংলায় আসো’।

অ্যালবামটিতে তারা আবৃত্তি করেছেন কবি রাম চন্দ্র দাসের ১০টি কবিতা। আসাদুজ্জামান নূরের সঙ্গে আবৃত্তি করেছেন কলকাতার জনপ্রিয় আবৃত্তিশিল্পী ডালিয়া বসু সাহা।

কবিতাগুলোর শিরোনাম- ‘যদি এই বাংলায় আসো’, ‘শুধু শান্তি চাই’, ‘আমি এই যুগের মেয়ে যদি’, ‘অপর বেলায়’, ‘শ্যামল সন্ধ্যার কাব্য’, ‘দাবায়ে রাখতে পারবে না’, ‘ইয়ে’, ‘রবি-নজরুলের বঙ্গদর্শন’, ‘গ্রেডার্থী’ ও ‘টাক’।

শুক্রবার সন্ধ্যায় ছায়ানটে অনুষ্ঠিত হবে অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। বিশেষ এই আয়োজনকে স্বরণীয় করে রাখতে কবি রামচন্দ্র দাসের কবিতা আবৃত্তি করে শোনাবেন আসাদুজ্জামান নূর ও কলকাতার জনপ্রিয় আবৃত্তিশিল্পী ডালিয়া বসু সাহা। এ সময় রামচন্দ্র দাসের লেখা কিছু গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী আফরোজা লুনা ও রিদওয়ানা আফরীন সুমি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কবি ও সাবেক সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার, মোঃ মুহিবুল হক সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়, তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর একান্ত সচিব (সিনিয়র সচিব) অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন মসিউদ্দিন খান সমীর, সাধারণ সম্পাদক, শুদ্ধমঞ্চ। অনুষ্ঠানের সভাপতি নাজমুল হক ভূইয়া , কর্ণধার জি সিরিজ ও অগ্নিবীনা।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

সিসি ক্যামেরা থাকা ভোটকেন্দ্র নিয়ে ইসির নির্দেশনা

প্রকাশ হচ্ছে নূর-ডালিয়ার কণ্ঠে রামচন্দ্রের কবিতা অ্যালবাম

প্রকাশিত : ০৩:১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯

শুক্রবার (১৮ অক্টোবর) প্রকাশ হতে যাচ্ছে জনপ্রিয় অভিনেতা ও বিশিষ্ট আবৃত্তিকার আসাদুজ্ঝামান নূর ও কলকাতার জনপ্রিয় আবৃত্তিশিল্পী ডালিয়া বসু সাহার কণ্ঠে কবি রামচন্দ্র দাসের কবিতার অ্যালবাম ‘যদি এই বাংলায় আসো’।

অ্যালবামটিতে তারা আবৃত্তি করেছেন কবি রাম চন্দ্র দাসের ১০টি কবিতা। আসাদুজ্জামান নূরের সঙ্গে আবৃত্তি করেছেন কলকাতার জনপ্রিয় আবৃত্তিশিল্পী ডালিয়া বসু সাহা।

কবিতাগুলোর শিরোনাম- ‘যদি এই বাংলায় আসো’, ‘শুধু শান্তি চাই’, ‘আমি এই যুগের মেয়ে যদি’, ‘অপর বেলায়’, ‘শ্যামল সন্ধ্যার কাব্য’, ‘দাবায়ে রাখতে পারবে না’, ‘ইয়ে’, ‘রবি-নজরুলের বঙ্গদর্শন’, ‘গ্রেডার্থী’ ও ‘টাক’।

শুক্রবার সন্ধ্যায় ছায়ানটে অনুষ্ঠিত হবে অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। বিশেষ এই আয়োজনকে স্বরণীয় করে রাখতে কবি রামচন্দ্র দাসের কবিতা আবৃত্তি করে শোনাবেন আসাদুজ্জামান নূর ও কলকাতার জনপ্রিয় আবৃত্তিশিল্পী ডালিয়া বসু সাহা। এ সময় রামচন্দ্র দাসের লেখা কিছু গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী আফরোজা লুনা ও রিদওয়ানা আফরীন সুমি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কবি ও সাবেক সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার, মোঃ মুহিবুল হক সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়, তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর একান্ত সচিব (সিনিয়র সচিব) অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন মসিউদ্দিন খান সমীর, সাধারণ সম্পাদক, শুদ্ধমঞ্চ। অনুষ্ঠানের সভাপতি নাজমুল হক ভূইয়া , কর্ণধার জি সিরিজ ও অগ্নিবীনা।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ