০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

ঢাবিতে তথ্য-প্রযুক্তি বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারী শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য তথ্য-প্রযুক্তি বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাবি উপাচার্য কর্মশালাটির আনুষ্ঠানিক উদ্ভোদন করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আজকের এই কর্মশালার ব্যতিক্রমধর্মী। তথ্য প্রযুক্তি খাতে লিঙ্গ সমতা নিশ্চিত করার লক্ষ্যে এতে দেশের বিভিন্ন কলেজ থেকে নারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশ নিচ্ছেন। এর ফলে নারী শিক্ষার্থীরা লেখাপড়া ও কর্মক্ষেত্রে সাহসী হওয়ার সুযোগ পাবে এবং অধিকমাত্রায় শক্তি ও উৎসাহ লাভ করবে। দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে নারী শিক্ষার্থীদের আইটিসহ সকল সেক্টরে সম্পৃক্ত করে সবসময় ভিন্ন কিছু করার প্রয়াস নিতে হবে।

আইআইটি’র অধ্যাপক ড. কাজী মুহাইমিন আস সাকিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাউথ এশিয়া রিজিওনাল ডিপার্টমেন্টের সোশ্যাল সেক্টর স্পেশালিস্ট মি. রায়োটেরো হায়াশি, আইআইটি’র পরিচালক অধ্যাপক ড. মো. শরীফুল ইসলাম, ডাকসু’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আরিফ ইবনে আলী এবং আইআইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স কমিউনিটির সভাপতি মো. শায়খ শিহাব উদ্দীন।

ঢাকার বিভিন্ন কলেজগুলো থেকে ৫০ জন এবং ঢাকার বাইরের কলেজগুলো থেকে ৩৫ জন শিক্ষার্থী ও তাদের সাথে ১ জন করে অভিভাবক দিনব্যাপী এই কর্মশালায় অংশ নেন।

ট্যাগ :
জনপ্রিয়

ঢাবিতে তথ্য-প্রযুক্তি বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

প্রকাশিত : ০৬:১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯

শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারী শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য তথ্য-প্রযুক্তি বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাবি উপাচার্য কর্মশালাটির আনুষ্ঠানিক উদ্ভোদন করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আজকের এই কর্মশালার ব্যতিক্রমধর্মী। তথ্য প্রযুক্তি খাতে লিঙ্গ সমতা নিশ্চিত করার লক্ষ্যে এতে দেশের বিভিন্ন কলেজ থেকে নারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশ নিচ্ছেন। এর ফলে নারী শিক্ষার্থীরা লেখাপড়া ও কর্মক্ষেত্রে সাহসী হওয়ার সুযোগ পাবে এবং অধিকমাত্রায় শক্তি ও উৎসাহ লাভ করবে। দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে নারী শিক্ষার্থীদের আইটিসহ সকল সেক্টরে সম্পৃক্ত করে সবসময় ভিন্ন কিছু করার প্রয়াস নিতে হবে।

আইআইটি’র অধ্যাপক ড. কাজী মুহাইমিন আস সাকিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাউথ এশিয়া রিজিওনাল ডিপার্টমেন্টের সোশ্যাল সেক্টর স্পেশালিস্ট মি. রায়োটেরো হায়াশি, আইআইটি’র পরিচালক অধ্যাপক ড. মো. শরীফুল ইসলাম, ডাকসু’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আরিফ ইবনে আলী এবং আইআইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স কমিউনিটির সভাপতি মো. শায়খ শিহাব উদ্দীন।

ঢাকার বিভিন্ন কলেজগুলো থেকে ৫০ জন এবং ঢাকার বাইরের কলেজগুলো থেকে ৩৫ জন শিক্ষার্থী ও তাদের সাথে ১ জন করে অভিভাবক দিনব্যাপী এই কর্মশালায় অংশ নেন।