শুক্রবার চলচ্চিত্র ‘হালদা’ মুক্তি পাচ্ছে। সর্বশেষ খবর আনুসারে ছবিটি দেশের ১০০টি সিনেমা হলে মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন পরিচালক তৌকীর আহমেদ। এটি তার পরিচালিত পঞ্চম চলচ্চিত্র। তৌকীর আহমেদ জানিয়েছেন ৮ ডিসেম্বর আরো ১৬টি দেশে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আজাদ বুলবুলের গল্পে ‘হালদা’র চিত্রনাট্য লেখেছেন পরিচালক তৌকীর আহমেদ নিজেই। হালদার সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা জানান, তাঁকে ছবিতে ভিন্ন রকম একটি চরিত্রে দেখতে পাবেন দর্শক। ছবিতে তাঁর চরিত্রের নাম হাসু। অন্যদিকে, পরিচালক তৌকীর আহমেদ বলেন, “দেশের নদী ও নারীর গল্প নিয়ে ছবি ‘হালদা’। আশা করছি, ছবিটি সবার ভালো লাগবে।” এরই মধ্যে ছবির ট্রেইলার ও দুটি গান ইউটিউবে ছাড়ার পর প্রশংসিত হয়েছেন তৌকীর আহমেদ ও ছবির কলাকুশলীরা। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, দিলারা জামান, মোমেনা চৌধুরী প্রমুখ। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা করে সুনাম অর্জন করেছেন তৌকীর আহমেদ। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘জয়যাত্রা’, ‘দারুচিনি দ্বীপ’ ও ‘অজ্ঞাতনামা’ ইত্যাদি। এবার সার্ক চলচ্চিত্র উৎসবে ‘অজ্ঞাতনামা’ ছবির জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্য পুরস্কার পেয়েছেন পরিচালক তৌকীর আহমেদ। সার্কভুক্ত আট দেশের ১৬টি সিনেমা প্রতিযোগিতা বিভাগে প্রতিযোগিতা করেছিল। বাংলাদেশ থেকে উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়েছিল তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’ ও জাকির হোসেন রাজুর ‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্র।
১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
‘হালদা’ ১০০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ০৫:২৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭
- 245
ট্যাগ :
জনপ্রিয়

























