সরকার চাইলে নির্বাচন কমিশন (ইসি) আগাম নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
বুধবার সন্ধ্যায় নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, দেশে আগাম নির্বাচনের সিদ্ধান্ত নিবে সরকার। নির্বাচনের জন্য আমরা ৯০দিন সময় পাবো। সরকার আগাম নির্বাচনের কথা বললে আমরা করতে পারবো, আমাদের সেই প্রস্তুতি রয়েছে।
প্রবাসী ভোটার ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি জটিল প্রক্রিয়া। আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটদানের চেষ্টা করেছিলাম। তাদের সাড়া পাওয়া যায়নি। তবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে হলে সম্ভব।
এ সময় ঢাকায় ইইউ নবনিযুক্ত রাষ্ট্রদূত রেনজে টিরিংক সাংবাদিকদের বলেন, আমরা বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট। আশা করি একটা ভালো নির্বাচনের জন্য কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

























