রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় পরীক্ষা শুরু হয়।
এবছর দু’টি গ্রুপের (ক ও খ) অধীনে ১৪টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘ক’ গ্রুপে ৮২৮০ জন এবং ‘খ’ গ্রুপের অধীনে সকাল ৯টা থেকে দুপুর ১২টা ১০ পর্যন্ত ৭৮০ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিচ্ছে।
এবারের ভর্তি পরীক্ষায় ১২৩৫টি আসনের বিপরীতে পরীক্ষার্থী মোট ৯০৬০ জন। অর্থাৎ প্রতি আসনের জন্য লড়ছে সাত জন ৷
রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ড. রবিউল আউয়াল জানান, সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। যেকোনো ধরণের অপতৎপরতা বা জালিয়াতি ঠেকাতে সবসময় প্রস্তুত রুয়েট প্রশাসন।
আগামী ০৪ নভেম্বর (সোমবার) ভর্তির পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে রুয়েট প্রশাসন থেকে জানানো হয়েছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























