আগামী মঙ্গলবার (২৯ অক্টোবর) হতে গণরুমে থাকা শিক্ষার্থীদের সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাস ভবনে উঠার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য তানভীর হাসান সৈকত।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে তানভীর হাসান সৈকত এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেললে লিখিত বক্তব্যে তানভীর বলেন, শিক্ষার্থীরা মানবেতর জীবনযাপন করবে আর (উপাচার্য) প্রাসাদোপম বাংলোয় আয়েশে করবেন, এটা কোনোভাবেই অভিভাবকসুলভ কাজ হতে পারে না। গণরুম সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমরা আমাদের অভিভাবকের ছায়াতলে থাকবো।
ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত গত ১ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলোর গণরুম সমস্যা সমাধানে গণরুমে থেকে আন্দোলন করে যাচ্ছে। এই আন্দোলনের অংশ হিসেবে গত ১ অক্টোবর রাজু ভাস্কর্যে গণরুম সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম দেন। ১৫ দিন শেষ হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























