শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনাতেই বড় পর্দায় আসছে ‘প্রফেসর শঙ্কু’। সত্যজিতের ‘নকুড়বাবু ও এল ডোরাডো’ কাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। ‘প্রফেসর শঙ্কু’ সত্যজিৎ রায়ের আর এক অমর সৃষ্টি । সিনেমাটি পরিচালনা করছেন সন্দীপ রায় । বুধবার বিকেলে ছবির আনুষ্ঠানিক ঘোষণা হলো গেল । যেখানে প্রফেসরের ভূমিকায় দেখা যাবে ধৃতিমান চট্টোপাধ্যায়কে। আর নকুড় বাবুর চরিত্রে রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়। শোনা যাচ্ছে, ছবির ভাষায় ইংরাজির প্রাধান্য থাকবে। তবে নকুড় বাবুর মতো চরিত্র যেখানে রয়েছে সেখানে বাঙালিয়ানা থাকাও বাধ্যতামূলক।
পরিচালক জানান, প্রফেসর শঙ্কু বরাবরই তাঁর ড্রিম প্রজেক্ট ছিল। তা এতদিনে বাস্তব হয়ে ওঠায় খুশি তিনি। বাবার সৃষ্টি ফেলুদার পর এবার প্রফেসর শঙ্কুকে বড় পর্দায় আনতে পারছেন। এটাই বড় পাওনা তাঁর কাছে। আগামী বছরের শুরুতেই কলকাতা পর্বের শুটিং হবে। তারপর শুটিং হবে ইউরোপ ও ব্রাজিলের লোকেশনে।
গল্পের খাতিরেই ছবিতে থাকবে জার্মান, ব্রাজিলিয়ান, ব্রিটিশ চরিত্র। সে সব দেশের শিল্পী এখনও বাছাই হয়নি। তবে টলিউডের অনেক চেনামুখেদেরও ছবিতে দেখা যাবে। এমন চরিত্র করতে পেরে উচ্ছ্বসিত ধৃতিমান। তিনি বলেন, মনে রাখতে হবে শঙ্কুর গল্প শুধু বাংলার বা বাঙালির নয়, এটা একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট। ছবির মানকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। নকুড় বাবুর চরিত্র পেয়ে খুশি শুভাশিসও। বলেন, বাবুদা আমায় বরাবরই চ্যালেঞ্জিং রোল দেন। এবারও দিলেন। আমার বিশ্বাস এই নকুড়ের চরিত্র আমার অভিনয় জীবনে আবারও একটি মাইলস্টোন হতে চলেছে। কল্পবিজ্ঞানের কাহিনি। তাই ভিএফএক্স-এর কাজ বেশ গুরুত্বপূর্ণ। সেটার উপরই এখন সবচেয়ে বেশি জোর দিচ্ছেন সন্দীপ।

























