চলতি বছরের মাঝামাঝি সময়ে গুঞ্জন শোনা গিয়েছিলো বলিউড তারকা নার্গিস ফাখরি ও উদয় চোপড়ার প্রেম নিয়ে। তারা গোপনে বিয়ে করেছেন এমন খবরও প্রকাশ হয়েছে বিভিন্ন সময়। সেইসব খবর নিয়ে মুখ খোলেননি কখনোই নার্গিস ও উদয়।
এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আগের চেয়ে নার্গিস-উদয়ের সম্পর্ক এখন অনেক ভালো। ব্রেকআপের পর নার্গিস এখন উদয় চোপড়াদের জুহু বাংলোতেই থাকছেন। এ বাড়িতে উদয়ের মা পামেলা চোপড়াও থাকেন। খুব শিগগির বাজতে পারে তাদের বিয়ের সানাই।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘নার্গিস প্রায়ই যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন, কিন্তু আজকাল এই বাড়িতে (জুহু বাংলো) খুব যাতায়াত করছেন। বলতে পারেন এটিকে মুম্বাইয়ে তার নতুন ঠিকানা বানিয়ে ফেলেছেন।’
নার্গিস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বাঞ্জো। পরবর্তীতে ফাইভ ওয়েডিংস নামের একটি হলিউড সিনেমায় দেখা যাবে তাকে। বর্তমানে চলছে এর প্রি-প্রোডাকশনের কাজ। অন্যদিকে পারিবারিক প্রযোজনা প্রতিষ্ঠান নিয়েই ব্যস্ত উদয়। ধুম ফ্র্যাঞ্চাইজিতে তাকে দেখা গেলেও গত চার বছর মুক্তি পায়নি এর কোনো সিনেমা।
বিজনেস বাংলাদেশ/ফাহমিদা নাসরিন নিপা

























