০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

২৪ ঘন্টার মধ্যে দিনাজপুরের ডিসি-এডিসির শাস্তির দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

বীর মুক্তিযোদ্ধা মরহুম ইসমাইল হোসেন এবং তাঁর পরিবারের সাথে অমানবিক আচরণ করার অপরাধে আগামী ২৪ ঘন্টার মধ্যে দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সদর উপজেলার ইউএনও এবং এসিল্যান্ড আরিফুল ইসলামের অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে মুক্তিযুদ্ধ মঞ্চ কর্তৃক আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি করা হয়।

মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, কেন বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রত্যাখ্যান করলো? জবাব দিনাজপুরের জেলা প্রশাসনকে অবশ্যই দিতেই হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়ও দিনাজপুরের জেলা প্রশাসন এবং সদর উপজেলা প্রশাসনের এতো বড় দুঃসাহস কিভাবে হলো বলে প্রশ্ন করেন তিনি।

মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আহমেদ হাসনাইন, সাধারণ সম্পাদক সোহেল মিয়া, মহানগর উত্তরের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক সম্পাদক ইমরান হোসেন সরকারসহ প্রমুখ নেতৃবৃন্দ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে মুক্তিযুদ্ধ মঞ্চের তিন দফা দাবি পেশ করেন। আর তা হলো;

১। দিনাজপুরের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সদর উপজেলার ইউএনও এবং এসিল্যান্ডকে দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

২। বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের নামে বরাদ্দকৃত সরকারি খাসজমি ফেরত দিতে হবে।

৩। বীর মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘন্টার মধ্যে দিনাজপুরের ডিসি-এডিসির শাস্তির দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

প্রকাশিত : ০৬:১৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯

বীর মুক্তিযোদ্ধা মরহুম ইসমাইল হোসেন এবং তাঁর পরিবারের সাথে অমানবিক আচরণ করার অপরাধে আগামী ২৪ ঘন্টার মধ্যে দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সদর উপজেলার ইউএনও এবং এসিল্যান্ড আরিফুল ইসলামের অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে মুক্তিযুদ্ধ মঞ্চ কর্তৃক আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি করা হয়।

মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, কেন বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রত্যাখ্যান করলো? জবাব দিনাজপুরের জেলা প্রশাসনকে অবশ্যই দিতেই হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়ও দিনাজপুরের জেলা প্রশাসন এবং সদর উপজেলা প্রশাসনের এতো বড় দুঃসাহস কিভাবে হলো বলে প্রশ্ন করেন তিনি।

মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আহমেদ হাসনাইন, সাধারণ সম্পাদক সোহেল মিয়া, মহানগর উত্তরের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক সম্পাদক ইমরান হোসেন সরকারসহ প্রমুখ নেতৃবৃন্দ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে মুক্তিযুদ্ধ মঞ্চের তিন দফা দাবি পেশ করেন। আর তা হলো;

১। দিনাজপুরের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সদর উপজেলার ইউএনও এবং এসিল্যান্ডকে দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

২। বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের নামে বরাদ্দকৃত সরকারি খাসজমি ফেরত দিতে হবে।

৩। বীর মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ