সোস্যাল মিডিয়ায় ভক্ত-ভিড়ে কলকাতার বাংলা ছবির সবচেয়ে বড় সুপারস্টার জিতেন্দ্র মাদনানী প্রায় সবার উপরে রয়েছে। সোস্যাল মিডিয়ায় হলিউড-বলিউড তারকাদের লাখ লাখ ফ্যান। তাই বলে পিছিয়ে নেই টলিউডের স্টাররাও। ক্যারিয়ারের শুরু থেকেই বহু হিট ও ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন তিনি। আজ এই সুপারস্টারের জন্মদিন।
বার্থডে বয় জিতের ফ্যানের সংখ্যা প্রচুর। কিন্তু আসল ফ্যান তিনিই, যিনি প্রিয় অভিনেতার জীবনের খুঁটিনাটি খোঁজ রাখেন। আপনিও যদি জিতের তেমন একজন ভক্ত হন, তবে সেটা প্রমাণের জন্য দিতে হবে পরীক্ষা।
আর এই বিশেষ পরীক্ষার আয়োজন করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। যেখানে আপনার জন্য রাখা আছে ছয়টি প্রশ্ন। সেগুলোর ঠিক ঠিক উত্তর দিতে পারলেই আপনি পেয়ে যাবে পূর্ণ ৬ মার্কস। গণ্য হবেন জিতের জাবরা ফ্যান হিসেবে।
প্রথম প্রশ্ন: জিতের প্রথম বাংলা ছবির নাম কি? নায়কের ‘সাথী’ ছবিটি যারা দেখেছেন তারা সহজেই দিতে পারবেন এই প্রশ্নটির উত্তর। জি হ্যা, ‘সাথী’ ছবির মাধ্যমেই কলকাতার বাংলা ছবিতে অভিষেক হয়েছিল অ্যাকশন হিরো জিতের। যেখানে তার নায়িকা ছিলেন প্রিয়াংকা ত্রিবেদী।
দ্বিতীয় প্রশ্ন: ‘বস’ ছবিতে জিতের চরিত্রের নাম কী ছিল? এটার উত্তরও বেশ সহজই। কেননা, জিৎ অভিনীত ব্লকবাস্টার ‘বস’ ছবি দেখেননি এমন ভক্ত খুব কমই আছেন। ছবিটিতে জিতের চরিত্রটির নাম ছিল ‘সূর্য’। কি, মিলেছে তো?
তৃতীয় প্রশ্ন: জিতের প্রিয় রং কোনটি? এই প্রশ্নটার উত্তর অবশ্য একটু কঠিন। কেননা, কার প্রিয় রং কি, সেটা মুখে না বললে তো জানার উপায় নেই। তবে এই ক্ষেত্রে আপনি একটু টেকনিক প্রযোগ করতে পারবেন। জিত অভিনীত ছবিগুলোতে তার পোশাকের দিকে খেয়াল করলেই এর উত্তরটা পেয়ে যাবেন। যেখানে দেখবেন অধিকাংশ ছবিতেই জিৎকে কালো, শার্ট, কালো গেঞ্জি বা কালো জ্যাকেট পরে অভিনয় করতে দেখা যায়। জি, জিতের প্রিয় রং কালো।
চতুর্থ প্রশ্ন: থাইল্যান্ডে কোন ছবির শুটিং করতে গিয়ে আহত হয়েছিলেন জি? এটাও একটা কঠিন প্রশ্ন। কেননা, ভক্তরা শুধু ছবির কথাই জানেন। শুটিং করতে গিয়ে কোনো দুর্ঘটনা হলে খবরে প্রকাশ না পেলে সেটা জানা কঠিন। তার পরও ‘বস টু’ এর উপরে ক্লিক করে দেখতে পারেন। আপনি উত্তরটি সঠিক বলেই গণ্য হবে। এই ছবির শুটিং করতে গিয়েই আহত হয়েছিলেন আপনার প্রিয় তারকা জিৎ।
পঞ্চম প্রশ্ন: প্রিয়াংকা ত্রিবেদীর সঙ্গে কোন ছবিতে অভিনয় করেছেন জিৎ? এটির উত্তরে প্রত্যেকেই ‘সাথী’ ছবিটির কথাই বলবেন। আপনার উত্তরটি ঠিক ছিল, যদি এই ছবির নামটি উত্তরের অপশনে থাকতো। কিন্তু নেই। আছে, ‘সঙ্গী’, ‘মাস্তান’ ও ‘শক্তি’ ছবির নাম। এগুলোর মধ্য থেকেই আপনাকে দিতে হবে সঠিক উত্তরটি। ‘সাথী’ ছবির পরে আরো একটি ছবিতে প্রিয়াংকার সঙ্গে অভিনয় করেছিলেন জিৎ। সেটি হচ্ছে ‘সঙ্গী’। তো, মিলিয়ে নিন উত্তরটি।
ষষ্ঠ প্রশ্ন: জিতের কোন ছবিতে বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া অভিনয় করেছেন? জিত ভক্তদের কাছে মনে হয় এই প্রশ্নের উত্তরটাই সবচেয়ে সহজ। জি হ্যা, ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘বাদশাহ দ্য ডন’ ছবিতে কলকাতার সুপারস্টার জিতের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন নুসরাত ফারিয়া। ছবিটি বেশ ব্যবসাসফলও হয়েছিল।
ব্যাস, এই ছয়টি প্রশ্নের উত্তর এভাবে ঠিক ঠিক দিলেই আপনি ৬/৬ মার্কস পাবেন। হয়ে যাবেন সুপারস্টার জিতের জাবরা ফ্যান।

























