দেশব্যাপী চলমান ‘শুদ্ধি অভিযান’ শুরু করার পর এ পর্যন্ত ৪ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এসব হিসাবে এখন লেনদেন বন্ধ রয়েছে।
এই ব্যাংক হিসাবগুলোর তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার বিকেলে এই চিঠি পাঠানো হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন: দুর্নীতির বিরুদ্ধে চলমান তদন্তের ধারাবাহিকতায় এই চিঠি দেয়া হয়েছে। এখন পর্যন্ত যেসব ব্যক্তির হিসাব বাংলাদেশ ব্যাংক তলব করা হয়েছে, দুদক তাদের তথ্য চেয়েছে।
জানা গেছে, দুদকের বিশেষ তদন্ত বিভাগের মহাপরিচালক সাইদ মাহবুব খান স্বাক্ষরিত চিঠিটি বিএফআইইউর মহাব্যবস্থাপক বরাবর পাঠানো হয়েছে।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ






















