আন্তর্জাতিক পানিসীমায় বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ইরানের নৌবাহিনীর প্রশংসা করেছে বাংলাদেশ। গতকাল (বুধবার) বাংলাদেশের নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের নৌবাহিনী আন্তর্জাতিক জলপথগুলোকে নিরাপদ রাখতে ব্যাপক চেষ্টা চালিয়েছে এবং জলদস্যুদের মোকাবিলায় যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে।
নৌবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, জলদস্যুদের মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের নৌবাহিনী তাদের অভিযানের ব্যাপ্তি এডেন উপসাগর পর্যন্ত বাড়িয়েছে।
সম্প্রতি ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৪৯তম নৌবহর প্রায় তিন হাজার ৮০৪ নটিক্যাল মাইল পথ পাড়ি দিয়ে বঙ্গোপসাগরে সর্ববৃহত আন্তর্জাতিক সমুদ্র মহড়ায় অংশ নিয়েছে। এই নৌবহরে ‘সাবালান’ ডেস্ট্রয়ার এবং লজিস্টিক যুদ্ধজাহাজ ‘বান্দার আব্বাস’ রয়েছে।
ভারত মহাসাগরীয় দেশগুলোর নৌবাহিনী নিয়ে গঠিত ফোরাম ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম বা আইওএনএস’র এ মহড়ায় ৩২টি দেশ অংশ নিয়েছে।

























