ঢাকা: রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-১)।
শনিবার (২ নভেম্বর) বিকেলে র্যাব-১ এর বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটক তিন মাদকবিক্রেতা হলেন- শাহনেওয়াজ (২২), মাসুদুর রহমান (৩৮) ও টিটু (৪৩)।
র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ডেমরা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদকবিক্রেতা চক্রের ওই তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫ হাজার পিস ইয়াবা ও নগদ ৪ লাখ ৯৬ হাজার টাকা জব্দ করা হয়েছে।
আটক তিন মাদকবিক্রেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বিজনেস বাংলাদেশ/কেএম


























