ময়মনসিংহ কর অঞ্চলের আয়োজনে ৭দিনব্যাপী আয়কর মেলা সার্কিট হাউজ মাঠ সংলগ্ন জেলা ক্রীড়া সংস্থা জিমনেসিয়ামে শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ কর অঞ্চলের প্রধান কর কমিশনার মোঃ ফজলুল হক।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মোঃ শামীমুর রহমান। কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ, রেঞ্জ-৪ কর অঞ্চল ময়মনসিংহের সৌমিত্র কুমার ভৌমিক, উপ কর কমিশনার সদর দপ্তর( প্রায়োগিক) এস এম মেহেদী হাসান, সহকারী কর কমিশনার সদর দপ্তর (প্রশাসন) মোঃ শামীম আহমেদ, সহকারী কর কমিশনার সার্কেল-৩ রাফাত তাহমিদ খান, সহকারী কর কমিশনার সার্কেল-৪ টেক্সবারের সভাপতি এডভোকেট সাদিক হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট সজল ইসলাম রতন, বিশিষ্ট ব্যবসায়ী ও সর্বোচ্চ করদাতা মাহবুব রেজা করিম সহ কর অঞ্চলের অন্যান্য কর্মকর্তা, করদাতা, ব্যবসায়ী, গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ জেলা ক্রিড়া সংস্থার জিমনেসিয়ামে ১৪ থেকে ২০ নভেম্বর প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা চলবে।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ




















