বগুড়ায় বাজারের ভেতর প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার অদ্দিরগোলা বাজারে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত আব্দুর রহিম (৩৫) সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকঝপু দক্ষিণপাড়ার মোজাহার আলীর ছেলে। পেশায় মাছের পোনা (হ্যাচারি) ব্যবসায়ী আব্দুর রহিম ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সাবগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) পদে নির্বাচনে অংশ নেন।
বাজারের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে আব্দুর রহিম মোটরসাইকেল নিয়ে বাজারের মধ্য দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় অদ্দিরগোলা বাজারের পূর্বপাশে একদল দুর্বৃত্ত তার পথ আটকায়। তারা মোটরসাইকেল থেকে রহিমকে রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে সারা শরীরে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় বাজারের তিন শতাধিক দোকান মুহূর্তে বন্ধ করে লোকজন ভয়ে বাজার ত্যাগ করে।
সে সময় গুরুতর আহত অবস্থায় রহিম ওই রাস্তায় পড়ে থাকলেও কেউ তাকে হাসপাতালে নেয়নি। ফলে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’
পুলিশের একাধিক দল হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে মাঠে নেমেছে বলে জানান তিনি।
বিজনেস বাংলেদেশ/এ আর




















