বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৪১তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার সকাল সাড়ে নয়টায় ক্যাম্পাসের প্রশাসন ভবনের সামনে কর্মসূচি শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রাশিদ আসকারীএবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান।
পরে সকাল ১০টার দিকে শান্তি ও আনন্দের প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে প্রশাসন ভবন চত্বর থেকে ভিসি ড. রাশিদ আসকারীর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে ৪১তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কেক কাটা হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, আবাসিক হলের প্রভোস্টবৃন্দ, ডিনবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















