হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ বিমান আটক করেছে ঢাকা কাস্টম হাউস।
শনিবার দুপুরে দুবাই থেকে আগত বাংলাদেশ বিমানের (ফ্লাইট নং- বিজি ০৪৮) ১৫এফ নং সীটের নিচ থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়। একই সঙ্গে আলামত হিসাবে বিমানটিকে আটক করা হয়েছে। ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার মো.সাজ্জাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিমানের সিটের নিচে সুকৌশলে স্বর্ণবারগুলো আটকানো ছিল। তবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। আলামত হিসেবে বিমানটিকে আটক করা হয়েছে। এরপর কাস্টমস আইনে জরিমানাসহ অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে।
জব্দকৃত স্বর্ণের ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা।
কাস্টম হাউস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউসে কর্তব্যরত প্রিভেন্টিভ টিম বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারী করতে থাকে। নজরদারী ও তল্লাশীর একপর্যায়ে বোর্ডিং ব্রিজ নং-৬ এ সকা্লে অবতরনকৃত দুবাই থেকে আগত বাংলাদেশ বিমানের ফ্লাইটের সিটের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৪০টি স্বর্ণবার পাওয়া যায়। যার মোট ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। স্বর্ণ বহনকৃত বিমান আটকপূর্বক জব্দকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান

























