যুব সমাজকে রাজনীতিমুখী করার পাশাপাশি যুব সমাজের উন্নয়নে সততার সাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। নতুন দায়িত্ব গ্রহণের পর রোববার যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
পরশ বলেন, যুব সমাজকে রাজনীতিমুখী করার পাশাপাশি যুব সমাজের উন্নয়নে সততার সাথে কাজ করতে চাই। একই সঙ্গে দলের ইতিবাচক ভাবমূর্তি ফেরাতে নজর দেয়া হবে। এ সময় তার পাশে যুবলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিলও ছিলেন। তিনিও যুবলীগে পরিচ্ছন্ন রাজনীতি ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এরপর যুবলীগের নতুন চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক বনানী কবরস্থানে যান। সেখানে ১৫ আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তারা।
শনিবার যুবলীগের সপ্তম কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হন শেখ ফজলে শামস পরশ। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠনক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বড় ছেলে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান
























