জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের অনার্স ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তির জন্য ১ম মেধা তালিকায় ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ১ম মাইগ্রেশন এবং ভর্তির জন্য ২য় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
রোববার দুুপুরে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘ই’ ইউনিটের অনার্স ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তির জন্য ২য় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। ২য় মেধা তালিকায় মনোনীত শিক্ষার্থীদের ৭ ডিসেম্বরে মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
উল্লেখিত তারিখের মধ্যে ভর্তি না হলে মনোনয়ন বাতিল হয়ে যাবে। শূন্য থাকা সাপেক্ষে ভর্তির ‘বি’ ও ‘ই’ ইউনিটের ৩য় মেধা তালিকা আগামী ৮ ডিসেম্বর তারিখ প্রকাশ করা হবে। প্রসঙ্গত, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (িি.িলহঁ.ধপ.নফ) পাওয়া যাচ্ছে।


























