দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের মূল ফটকে অবস্থান নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে নেতাকর্মীরা মূল ফটকে জড়ো হন।
এরপর নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের মুক্তি চেয়ে স্লোগান অব্যাহত রেখেছেন। সুপ্রিম কোর্টের নিরাপত্তায় কোর্ট এলাকায় পুলিশ নিয়োজিত রয়েছেন। বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা যেন কোর্টের ভেতরে প্রবেশ করতে না পারে সে জন্য ফটকে তালা লাগানো হয়েছে।
বিএনপির নেতাকর্মীরা সড়কে ব্যারিকেড দিয়ে রেখেছেন। নেতাকর্মীদের অবস্থানের কারণে কদম ফোয়ারা থেকে শাহবাগ পর্যন্ত সড়কের একাংশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্র জানিয়েছে, বিক্ষুব্ধ নেতাকর্মীদের রাস্তায় সরিয়ে দিতে চেষ্টা চলছে। যদি পুলিশের অনুরোধ না রাখা হয় তাহলে পুলিশ অ্যাকশনে যাবে। এরইমধ্যে প্রিজন ভ্যান ডাকা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























