০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

১ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে

আয়কর রিটার্নের শেষ সময় ৩০ নভেম্বর হলেও রিটার্ন জমা দেওয়া যাবে ১ ডিসেম্বরও। অর্থ্যাৎ আগামি রোববার করদাতারা রিটার্ন জমা দিতে পারবেন। ২৯ ও ৩০ নভেম্বর সরকারি ছুটির দিন হওয়ায় করদাতাদের সুবিধার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ১ ডিসেম্বর রিটার্ন জমা নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে এনবিআর সদস্য (কর প্রশাসন) কালিপদ হালদার বলেন, নিয়মিত রিটার্ন জমার শেষ দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় আইনসিদ্ধ অনুযায়ী পরবর্তী সপ্তাহের প্রথম কর্মদিবসে এ সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া যুক্তি সংগত কারণ দেখিয়ে এই সময়ের পরেও কর দাতা রিটার্ন দাখিল করতে পারবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের অনুমতি নিয়ে পরবর্তীতে রিটার্ণ জমা দেয়ার সুযোগ থাকবে।

এর ১৪ থেকে ২০ নভেম্বর এনবিআর আয়োজিত আয়কর মেলায় মোট দুই হাজার ৬১৩ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার ৬৬৭টাকা কর আদায় হয়। যা গত বছরের তুলনায় প্রায় ১৪৫ কোটি টাকা বেশি।

২০১৮ সালে মেলায় কর আদায় হয়েছিল দুই হাজার ৪৬৮ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৯৫ টাকা। দশমবারের মতো আয়োজিত আয়কর মেলা থেকে সেবা গ্রহণ করেছেন রেকর্ড ১৮ লাখ ৬৩ হাজার ৩৮৬ জন করদাতা। আর রিটার্ন দাখিল হয়েছে ৬ লাখ ৫৫হাজার ৯৫ এবং নতুন ই-টিআইন নিবন্ধন নিয়েছেন ৩২ হাজার ৯৬১ জন করদাতা।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

১ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে

প্রকাশিত : ০৫:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯

আয়কর রিটার্নের শেষ সময় ৩০ নভেম্বর হলেও রিটার্ন জমা দেওয়া যাবে ১ ডিসেম্বরও। অর্থ্যাৎ আগামি রোববার করদাতারা রিটার্ন জমা দিতে পারবেন। ২৯ ও ৩০ নভেম্বর সরকারি ছুটির দিন হওয়ায় করদাতাদের সুবিধার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ১ ডিসেম্বর রিটার্ন জমা নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে এনবিআর সদস্য (কর প্রশাসন) কালিপদ হালদার বলেন, নিয়মিত রিটার্ন জমার শেষ দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় আইনসিদ্ধ অনুযায়ী পরবর্তী সপ্তাহের প্রথম কর্মদিবসে এ সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া যুক্তি সংগত কারণ দেখিয়ে এই সময়ের পরেও কর দাতা রিটার্ন দাখিল করতে পারবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের অনুমতি নিয়ে পরবর্তীতে রিটার্ণ জমা দেয়ার সুযোগ থাকবে।

এর ১৪ থেকে ২০ নভেম্বর এনবিআর আয়োজিত আয়কর মেলায় মোট দুই হাজার ৬১৩ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার ৬৬৭টাকা কর আদায় হয়। যা গত বছরের তুলনায় প্রায় ১৪৫ কোটি টাকা বেশি।

২০১৮ সালে মেলায় কর আদায় হয়েছিল দুই হাজার ৪৬৮ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৯৫ টাকা। দশমবারের মতো আয়োজিত আয়কর মেলা থেকে সেবা গ্রহণ করেছেন রেকর্ড ১৮ লাখ ৬৩ হাজার ৩৮৬ জন করদাতা। আর রিটার্ন দাখিল হয়েছে ৬ লাখ ৫৫হাজার ৯৫ এবং নতুন ই-টিআইন নিবন্ধন নিয়েছেন ৩২ হাজার ৯৬১ জন করদাতা।

বিজনেস বাংলাদেশ/এম মিজান