০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

পাতার আড়ালে সবুজ স্বপ্ন

ছোট-বড় মাল্টা গাছ। আর এসব গাছের পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে কাঁচা-পাকা মিষ্টি মাল্টা। এসব মাল্টার রঙ সবুজ। এবার রাঙামাটিতে এ মাল্টার বাম্পার ফলন হয়েছে। এ যেন পাতার আড়ালে দুলছে কৃষকদের লাভের স্বপ্ন।

জেলা কৃষি অফিসের তথ্যমতে, জেলায় এবার মাল্টা আবাদ হয়েছে ২১০ হেক্টর জমিতে। আর উৎপাদন হয়েছে ১ হাজার ৮২০ মেট্রিক টন, যা গত বছরের দ্বিগুণ। এরইমধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে পাহাড়ি এ মাল্টা। তাই আবাদ হয়েছে রাঙামাটি সদর, বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল, জুরাছড়ি, কাপ্তাই ও নানিয়ারচর উপজেলায়।

স্থানীয় মাল্টা চাষি সুনীল বরণ তালুকদার বলেন, গেল বছর মাল্টা বাজারজাত করে দুই লাখ টাকা লাভ করেছি। এবারো বাগানে বাম্পার ফলন হয়েছে। তাই উৎপাদনের লক্ষ্যমাত্র দেখে ১০ লাখ টাকার মাল্টা বিক্রির চিন্তা করেছি।

বাঘাইছড়ি উপজেলার শিজক উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাক্য চাকমা বলেন, পাহাড়ে উৎপাদিত মাল্টার নাম বারি মাল্টা-১। পাহাড়ি জুম চাষিরা এখন মাল্টা চাষে বেশ আগ্রহী। মাটি উর্বর ও সঠিক পরিচর্যার কারণে সহজে বেড়ে ওঠে মাল্টা গাছগুলো।

কৃষি কর্মকর্তা শাক্য চাকমা আরো বলেন, অন্যান্য মাল্টার রঙ হলুদ হলেও পাহাড়ে উৎপাদিত মাল্টা সবুজ। তবে খুব রসালো আর মিষ্টি। এর চাহিদা অনেক বেশি। তাই সহজে বাজারজাত করা যায়।

 

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

পাতার আড়ালে সবুজ স্বপ্ন

প্রকাশিত : ১০:৫৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯

ছোট-বড় মাল্টা গাছ। আর এসব গাছের পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে কাঁচা-পাকা মিষ্টি মাল্টা। এসব মাল্টার রঙ সবুজ। এবার রাঙামাটিতে এ মাল্টার বাম্পার ফলন হয়েছে। এ যেন পাতার আড়ালে দুলছে কৃষকদের লাভের স্বপ্ন।

জেলা কৃষি অফিসের তথ্যমতে, জেলায় এবার মাল্টা আবাদ হয়েছে ২১০ হেক্টর জমিতে। আর উৎপাদন হয়েছে ১ হাজার ৮২০ মেট্রিক টন, যা গত বছরের দ্বিগুণ। এরইমধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে পাহাড়ি এ মাল্টা। তাই আবাদ হয়েছে রাঙামাটি সদর, বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল, জুরাছড়ি, কাপ্তাই ও নানিয়ারচর উপজেলায়।

স্থানীয় মাল্টা চাষি সুনীল বরণ তালুকদার বলেন, গেল বছর মাল্টা বাজারজাত করে দুই লাখ টাকা লাভ করেছি। এবারো বাগানে বাম্পার ফলন হয়েছে। তাই উৎপাদনের লক্ষ্যমাত্র দেখে ১০ লাখ টাকার মাল্টা বিক্রির চিন্তা করেছি।

বাঘাইছড়ি উপজেলার শিজক উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাক্য চাকমা বলেন, পাহাড়ে উৎপাদিত মাল্টার নাম বারি মাল্টা-১। পাহাড়ি জুম চাষিরা এখন মাল্টা চাষে বেশ আগ্রহী। মাটি উর্বর ও সঠিক পরিচর্যার কারণে সহজে বেড়ে ওঠে মাল্টা গাছগুলো।

কৃষি কর্মকর্তা শাক্য চাকমা আরো বলেন, অন্যান্য মাল্টার রঙ হলুদ হলেও পাহাড়ে উৎপাদিত মাল্টা সবুজ। তবে খুব রসালো আর মিষ্টি। এর চাহিদা অনেক বেশি। তাই সহজে বাজারজাত করা যায়।

 

বিজনেস বাংলাদেশ/এম মিজান