আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা বুধবার বিকেল ৪টায় গণভবনে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।
দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
জাতীয় কমিটির সভায় সম্মেলনের বাজেট পাসসহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এ সভা গঠনতন্ত্র অনুযায়ী প্রতিবছর অন্তর হওয়ার কথা। কিন্তু গত তিন বছরে জাতীয় কমিটির সভা একবারও হয়নি।
বিজনেস বাংলাদেশ/এম মিজান

























