দক্ষিণ এশিয়ার প্রথম নারী শ্যুটার হিসেবে এস এ গেমসে একক পদক জয়ের রেকর্ড গড়েছেন বাংলাদেশের কুষ্টিয়ার সন্তান আরদিনা ফেরদৌস আখি।
ফাইনালে ২৪ শটের ভেতর টানা ৬ শট দশের ঘরে মেরে স্বর্ণ জয়ের আশা জাগিয়েছিলেন বাংলাদেশি এই শ্যুটার। কিন্তু স্নায়ুচাপ ধরে রাখতে না পেরে হঠাৎ খেলেন ৮.৬ এর একটি শট। আর এই শটেই তাকে টপকে যান ভারতের পরমানানথাম।
ফলে রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আরদিনাকে। ১০ মিটার এয়ার রাইফেলে ২৩৪.৬ পয়েন্ট পেয়েছেন তিনি। প্রতিপক্ষ ভারতের শ্রী পরমানানথাম স্বর্ণ বাগিয়ে নিয়েছেন ২৩৮.৪ পয়েন্ট করে।
উল্লেখ্য, ১৩তম এশিয়ান গেমসে এখন পর্যন্ত ৪টি সোনা, ১৩ রুপা ও ৪৭টি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।
বিজনেস বাংলাদেশ/এম মিজান