বাংলাদেশের বেসরকারি কলেজের নীতিমালা ও জনবল কাঠামো সংশোধন করে অনার্স -মাস্টার্স শিক্ষকদের এমপিও ভুক্তিতে অন্তর্ভূত করার সুপারিশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,শিক্ষামন্ত্রী ও এমপিও সংশোধন কমিটিকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স -মাস্টার্স শিক্ষক ফোরাম ময়মনসিংহ বিভাগের আয়োজনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর নতুন বাজারস্থ এলাকায় সাংবাদিক সম্মেলন করা হয়।
তখন বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রভাষক মোঃ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম অাহ্বায়ক প্রভাষক মোঃ রাকিবুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল খালেক খান, প্রভাষক সারোয়ার কাইয়ুম,নাজমুল হকসহ অনেকেই। তখন নেতৃবৃন্দ সংশোধনীয় জনবল কাঠামোর সুপারিশ অতিদ্রুত বাস্তবায়ন এবং চলতি বছরেই এমপিও প্রদানের ব্যবস্থা করার জন্য জোর দাবী জানান।
সংবাদ সম্মেলনে জিল্লুর রহমান,আসাদুজ্জামান খান সুমন,মৌমিতা পাল,মোঃ ফয়জুর রহমান, মাসুদ মিয়া,আব্দুল্লাহ আল মামুন, মিনহাজ আহমেদ,রাসেদুজ্জামান,শিপনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















