০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

‘ডাকসুর ঘটনায় সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে’

ডাকসুর ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ও ডাকসু ভবন ভাঙচুরের ঘটনায় গায়েব হওয়া সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

ডিএমপি কমিশনার বলেন, ‘ভিপি নুরের মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে স্বাক্ষ্য প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে তদন্ত চলছে। তাছাড়া মারমুখি অবস্থায় দেখা আর মারামারিতে অংশ নেয়া দুটো এক বিষয় নয়।’

এদিকে বড়দিন উপলক্ষে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো ধরণের নাশকতার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তিনি।

শফিকুল ইসলাম বলেন, বড়দিনকে সামনে রেখে বিশেষ কোনো ধরনের হুমকি নেই। যেহেতু এটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব, তাই তারা যাতে নির্বিঘ্নে সেটি পালন করতে পারে, সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপির পক্ষ থেকে তিনদিন ধরে নিরাপত্তা ব্যবস্থা শুরু হয়েছে। সাদা পোশাকে নজরদারির পাশাপাশি বিভিন্ন গির্জার প্রবেশ পথে এবং গির্জার ভেতরে তল্লাশি চালানো হয়েছে।

কমিশনার আরও বলেন, যেসব এলাকায় খ্রিস্টান ধর্মালম্বীরা বসবাস করে, সেসব এলাকায় বিশেষ পুলিশিং ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকার বড় ২০টি চার্চে বিশেষ তল্লাশি চালানো হয়েছে।

এছাড়াও গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ করার পাশাপাশি জঙ্গিরা যেসব মিডিয়া ব্যবহার করছেন, সেগুলোতেও বিশেষ নজর রাখছে। সার্বিকভাবে এই উৎসবটি যেন নির্বিঘ্নে, সুস্থ এবং সুন্দরভাবে শেষ হতে পারে, আমরা সেদিকটি কঠোরভাবে নজর রাখছি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

স্বামীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত আপসহীন নেত্রী

‘ডাকসুর ঘটনায় সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে’

প্রকাশিত : ১২:৪৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯

ডাকসুর ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ও ডাকসু ভবন ভাঙচুরের ঘটনায় গায়েব হওয়া সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

ডিএমপি কমিশনার বলেন, ‘ভিপি নুরের মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে স্বাক্ষ্য প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে তদন্ত চলছে। তাছাড়া মারমুখি অবস্থায় দেখা আর মারামারিতে অংশ নেয়া দুটো এক বিষয় নয়।’

এদিকে বড়দিন উপলক্ষে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো ধরণের নাশকতার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তিনি।

শফিকুল ইসলাম বলেন, বড়দিনকে সামনে রেখে বিশেষ কোনো ধরনের হুমকি নেই। যেহেতু এটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব, তাই তারা যাতে নির্বিঘ্নে সেটি পালন করতে পারে, সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপির পক্ষ থেকে তিনদিন ধরে নিরাপত্তা ব্যবস্থা শুরু হয়েছে। সাদা পোশাকে নজরদারির পাশাপাশি বিভিন্ন গির্জার প্রবেশ পথে এবং গির্জার ভেতরে তল্লাশি চালানো হয়েছে।

কমিশনার আরও বলেন, যেসব এলাকায় খ্রিস্টান ধর্মালম্বীরা বসবাস করে, সেসব এলাকায় বিশেষ পুলিশিং ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকার বড় ২০টি চার্চে বিশেষ তল্লাশি চালানো হয়েছে।

এছাড়াও গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ করার পাশাপাশি জঙ্গিরা যেসব মিডিয়া ব্যবহার করছেন, সেগুলোতেও বিশেষ নজর রাখছে। সার্বিকভাবে এই উৎসবটি যেন নির্বিঘ্নে, সুস্থ এবং সুন্দরভাবে শেষ হতে পারে, আমরা সেদিকটি কঠোরভাবে নজর রাখছি।

বিজনেস বাংলাদেশ/এম মিজান